নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্রিসবেনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টপ অর্ডার ব্যাটসম্যান বাবর আজমের সেঞ্চুরির পরও ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে পারল না সফরকারীরা।
রবিবার(২৪ নভেম্বর) টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাবর আজম। বাবরের সেঞ্চুরির পরও এই টেস্টে ৫ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। লোয়ার অর্ডার ব্যাটসম্যান মোহাম্মাদ রিজওয়ানকে নিয়ে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত দলীয় ২২৬ রানে স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে ৫৮০ রান তুলে অস্ট্রেলিয়া। ৩৪০ রানে পিছিয়ে থেকে পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩৩৫ রানে।
অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্নার করেছেন ২৯৬ বলে ১৫৪ রান এবং আরেক ব্যাটসম্যান লাবুসানে ২৭৯ বলে করেছেন ১৮৫ রান।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে প্রথম ইনিংসে মিচেল স্টার্ক নিয়েছেন চার উইকেট; প্যাট কামিন্সের শিকার তিন উইকেট; ও হ্যাজলউড দুটি এবং লায়ন একটি উইকেট শিকার করেছেন।
ফলাফল : অস্ট্রেলিয়া ৫ রান ও ইনিংস জয়
ম্যান অব দ্যা ম্যাচ : মারনুস লাবুসানে।