নিউজ ডেস্ক »
২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকায় ঘরের মাঠে ৩৫ বলে সেঞ্চুরি করেন ডেভিড মিলার যা আন্তর্জাতিক টি-২০ তে দ্রুততম শতকের রেকর্ড। সেদিন বাংলাদেশের বোলারদের পাত্তাই দেননি মিলার। তবে তার প্রতি হয়ত ক্ষোভ টা বেশি সাইফউদ্দিনেরই। সাইফের ১ ওভারে টানা ৫ ছক্কা হাঁকান মিলার। সেই ওভারে ৩১ রান দেন সাইফ। তখন মাত্র ক্যারিয়ারের শুরু এই তরুণ ক্রিকেটারের। নিজের ৪র্থ ম্যাচেই এমন মারে সেখান থেকে বেশ কিছুই শিখেছেন তিনি এবং সেটা তার বর্তমান পরিসংখ্যানই বলে দেয়। পরের ১১ টি টি-২০ তে মাত্র ২ বার ৮ এর বেশি ইকোনোমিতে রান দিয়েছেন তিনি।
পরের ১১ ম্যাচে উইকেট নিয়েছেন ১১টি। ১৫ টি টি-২০ তে ১৪ উইকেট শিকারী সাইফ ইনজুরির কারণে ইংল্যান্ড বিশ্বকাপের পর লম্বা সময় মাঠের বাইরে ছিলেন। মিলার নিজেও মনে করেন একজন তরুণ পেসারের জন্য এমন একটি ওভার বা ম্যাচ অনেক বড় শিক্ষণীয় ব্যাপার।
ডেইলি স্টারকে এক সাক্ষাৎকারে মিলার বলেন, ‘কোন বোলারই এক ওভারে ৩১ রান খরচ করতে চায় না। সেই ওভারের কথা যদি বলি, সাইফ এরপর আরও পরিণত হবে। এটা তার মতো তরুণদের জন্য শেখার বড় সুযোগ।’
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটি মিলারের ক্যারিয়ারের জন্য বড় পাওয়া। এরপর আর নিজের সেরা ফর্মে পাওয়া যায়নি এই মারমুখী ব্যাটসম্যানকে। পরের ৩ বছরের মাত্র ২ ফিফটি করেছেন ২১ ম্যাচে।
মিলার আরও বলেন, ‘এই সেঞ্চুরিটিই আমার ক্যারিয়ারের বড় বিজ্ঞাপন। ক্যারিয়ারের পেছন দিকে তাকালে কিছু জিনিস সবসময় বিশেষ স্থান দখল করে থাকে। তার মধ্যে এটি একটি। যখন এমন কোন মুহূর্ত আসে তখন সেটাকে আপনি অবশ্যই উপভোগ করবেন।’
নিউজক্রিকেট/এইচএএম