নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সময়ের বিবর্তনে মানুষ নিজের কর্মস্থল পরিবর্তন করে এটা নতুন কিছু নয়। পশ্চিমা দেশ গুলোতে পর্নোগ্রাফি একটা পেশার ন্যায় তাদের কাছে। পশ্চিমা দেশ গুলোর অনেক মানুষই জড়িত থাকে পর্নোগ্রাফিতে। সময়ের বিবর্তনে এমন পেশাকে বিদায়ও বলেছেন অনেকে। বর্তমান বলিউড সুপার স্টার সানি লিওন কে মানুষ চিনতো একজন পর্নস্টার হিসেবে। তবে পর্নোগ্রাফি থেকে নিজেকে সরিয়ে নিয়ে এখন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন বলিউড সুপার স্টার হিসেবে।
পর্নোস্টার থেকে অন্যান্য পেশাতে যোগদান করা মানুষের অভাব নেই। তবে একজন পর্নোস্টার থেকে ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন এমন নজির এখন অবধি বিশ্বে লক্ষ্য করা যায় নি। তবে এমন কিছুই ঘটেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। গত ৫ নভেম্বর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন গার্থ স্টিরাট । এই গার্থ স্টিরাট এক সময় ছিলেন একজন পর্নোস্টার হিসেবে।
নিজের পর্নোস্টার পরিচয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সময়ের সাথে সাথে। একান্ন বছর বয়সী গার্থ স্টিরাট পর্নোগ্রাফি ছাড়ার সাথে নিজের নাম পরিবর্তন করেন। তিনি যখন পর্নোগ্রাফিতে কাজ করতেন তখন তাকে সবাই চিনতো স্টিভ পার্নেল নামে। পর্নোগ্রাফি ছাড়ার পর এক টানা ১০ বছর ছিলেন নিউজিল্যান্ডের প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী হিসেবে।
নিউজিল্যান্ডের প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েনশনের প্রধান নির্বাহীতে দায়িত্বে থাকা অবস্থায় নিজের পর্নোগ্রাফির কথা জানাতে না চাইলেও গোপন রাখতে পারেননি তিনি। তার পর্নোগ্রাফির সময়কার ছবি প্রকাশ পেলে চাকুরীচ্যুত হন তিনি। এরপরই ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন তিনি। কিউই-ইংল্যান্ড ম্যাচে চতুর্থ আম্পায়ারের পাশাপাশি নারী ক্রিকেটের বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে আম্পয়ারের দায়িত্ব পালন করাটা নিজের ক্রিকেট আম্পায়ারের অভিজ্ঞতার পাল্লাটা নিঃসন্দেহে আরও একটু বাড়িয়ে দিলো।