https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
মঙ্গলবার বিগ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার দুই পরাশক্তি বাংলাদেশ ও ভারত। ম্যাচটি বাংলাদেশ দলের জন্য অনেকটাই বাঁচা-মরার ম্যাচ। এ ম্যাচে যদি বাংলাদেশ হেরে যায় তবে সেমিতে খেলার আশা এখানেই শেষ হয়ে যাবে। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে পেসারদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
লক্ষ্য করলে দেখা যাবে যে এইবারের বিশ্বকাপে বাংলাদেশ ও ভারত দুই দলেরই টপ তিনজন উইকেট টেকিং বোলারদের দুইজনই পেসার। আর বাংলাদেশ দলের পেসার স্তম্ভের অন্যতম এক ভরসার নাম মোস্তাফিজুর রহমান। যাকে সবাই চেনে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান হিসেবে। তবে কাটারের ধার আগের মত না থাকলেও সকলে জানা আছে মোস্তাফিজুর রহমান যদি জ্বলে উঠে তবে সে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে। আজকে থাকছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে তার ক্যারিয়ারের সকল পরিসংখ্যান।
মোস্তাফিজুর রহমানের জাতীয় দলে অভিষেক হয় মূলত টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে। এরপর ভারতের সাথে ১৮ই জুন ২০১৫ সালে অভিষেক হয় আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে। চার বছর হয়ে গিয়েছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের। এই চার বছরে তিনি যেমন দেখেছেন তার ক্যারিয়ারের উত্থান পতন সাফল্য ব্যর্থতা সকল কিছু। দেখে নেয়া যাক মোস্তাফিজুর রহমানের ওয়ানডে ক্যারিয়ারের পরিসংখ্যান:
ম্যাচ: ৫২
ইনিংস: ৫১
ওভার: ৪৩০.৫
রান: ২১৯৯
উইকেট: ৯৩
সেরা বোলিং ফিগার: ৬/৪৩
গড়: ২৩.৬৪
ইকোনমি: ৫.১০
স্ট্রাইক রেট: ২৭.৭
৫ উইকেট: ৩ বার
কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান দেশের মাটি ও দেশের বাইরের মাটিতে যে কয়টি ম্যাচ খেলেছেন তার একটি পরিসংখ্যান দেখে নেয়া যাক:
দেশের মাটিতে: ম্যাচ: ১৯
ইনিংস: ১৯
ওভার: ১৫৬.৪
মেইডেন: ১১
রান: ৬২৪
উইকেট: ৪০
সেরা বোলিং ফিগার: ৬/৪৩
গড়: ১৫.৬০
ইকোনমি: ৩.৯৮
স্ট্রাইক রেট: ২৩.৫
৫ উইকেট: ৩ বার
বিদেশর মাটিতে: ম্যাচ: ৩৩
ইনিংস: ৩২
ওভার: ১৭৪.১
মেইডেন: ১০
রান: ১৫৭৫
উইকেট: ৫৩
সেরা বোলিং ফিগার: ৪/২৩
গড়: ২৯.৭৭
ইকোনমি: ৫.৭৪
স্ট্রাইক রেট: ৩১.০৫
৫ উইকেট: ০
এই গেলো দেশের মাটিতে মোস্তাফিজুর রহমানের পরিসংখ্যান। এবার দেখুন এশিয়ার মাটিতে মোস্তাফিজুর রহমানের পরিসংখ্যান:
ম্যাচ: ২৭
ইনিংস: ২৭
ওভার: ২২৪.৫
মেইডেন: ১৪
রান: ৯৮০
উইকেট: ৫৬
সেরা বোলিং ফিগার: ৬/৪৩
গড়: ১৭.৫০
ইকোনমি: ৪.৩৫
স্ট্রাইক রেট: ২৪
৫ উইকেট: ৩ বার
যদি একটি দিক বিচার করেন তবে ইকোনমির দিক দিয়ে এশিয়াতে সফল আমাদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২০১৫-২০১৯ চার বছরে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের যাত্রাটা একটু দেখে নেয়া যাক।
২০১৫ সাল: ম্যাচ: ৯
ইনিংস: ৯
ওভার: ৭৫.২
মেইডেন: ৪
রান: ৩২১
উইকেট: ২৬
সেরা বোলিং ফিগার: ৬/৪৩
গড়: ১২.৩৪
ইকোনমি: ৪.২৬
স্ট্রাইক রেট: ১৭.৩
৫ উইকেট: ৩ বার
২০১৬ সাল: ম্যাচ: ২
ইনিংস: ২
ওভার: ১৯.২
মেইডেন: ২
রান: ৯৪
উইকেট: ৪
সেরা বোলিং ফিগার: ২/৩২
গড়: ২৩.৫০
ইকোনমি: ৪.৮৬
স্ট্রাইক রেট: ২৯
৫ উইকেট: ০
২০১৭ সাল: ম্যাচ: ১১
ইনিংস: ১০
ওভার: ৮৩.১
মেইডেন: ৩
রান: ৪৫৬
উইকেট: ১৪
সেরা বোলিং ফিগার: ৪/২৩
গড়: ৩২.৫৭
ইকোনমি: ৫.৪৮
স্ট্রাইক রেট: ৩৫.৬
৫ উইকেট: ০
২০১৮ সাল: ম্যাচ: ১৮
ইনিংস: ১৮
ওভারে: ১৪৯.৫
মেইডেন: ১০
রান: ৬৩০
উইকেট: ২৯
সেরা বোলিং ফিগার: ৪/৪৩
গড়: ২১.৭২
ইকোনমি: ৪.২০
স্ট্রাইক রেট: ৩১ ৫
উইকেট: ০
২০১৯ সাল ( বিশ্বকাপে আফগানিস্তান ম্যাচ পর্যন্ত ) ম্যাচ: ১২
ইনিংস: ১২
ওভারে: ১০৩.১
মেইডেন: ২
রান: ৬৯৮
উইকেট: ২০
সেরা বোলিং ফিগার: ৪/৪৩
গড়: ৩৪.৯০
ইকোনমি: ৬.৭৬
স্ট্রাইক রেট: ৩০.৯
৫ উইকেট: ০
বছর থেকে বছর, এশিয়ার মাটিতে, দেশের মাটিতে, বিদেশের মাটিতে সকল পরিসংখ্যান তুলে ধরা হল। কিন্তু বিশ্বকাপ হচ্ছে ইংল্যান্ডে তাহলে ইংল্যান্ডের মাটিতে মোস্তাফিজুর রহমানের বোলিং পরিসংখ্যান কেন মিস করবেন?
সেই পরিসংখ্যানও তুলে ধরা হলো:
ইংল্যান্ডের মাটিতে মোস্তাফিজুর রহমান: ম্যাচ: ১০
ইনিংস: ১০
ওভার: ৮১.১
মেইডেন: ১
রান: ৫৩৩
উইকেট: ১১
সেরা বোলিং ফিগার: ৩/৫৯
গড়: ৪৮.৪৫
ইকোনমি: ৬.৫৬
স্ট্রাইক রেট: ৪৪.২
৫ উইকেট: ০
পরিসংখ্যান অনেক কথাই বলে তবে মাঠের খেলা পরিসংখ্যানকে ছাপিয়ে যায়। আর ক্রিকেট একটি নির্দিষ্ট দিনের খেলা। নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সেই সফল হবে। ১৬ কোটি বাঙালির প্রত্যাশা মোস্তাফিজুর রহমান ভারতের সাথে নিজেকে উজাড় করে দিয়ে খেলবে।
-নাসিফুল হাসান সৌমিক