পরিবর্তন হয়েছে ইডেন টেস্টের সময়!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ভারত। আগামী ২২ই নভেম্বর কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে দিবারাত্রি এই টেস্টে সিরিজের ২য় ম্যাচে মুখামুখি হবে দুদল।

ইতিমধ্যে ম্যাচের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে শিশির সমস্যার কথা মাথায় রেখে।পূর্বনির্ধারিত সময় থেকে আধা ঘন্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে ম্যাচ শুরুর সময়।ম্যাচ শুরুর পূর্বনির্ধারিত সময় ছিল ভারতীয় সময় দুপুর দেড়টায় এবং বাংলাদেশী সময় দুপুর দুইটায়।এখন আধা ঘন্টা এগিয়ে নিয়ে আসায় ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর একটায় আর বাংলাদেশী সময় বেলা দেড়টায়।মূলত শিশির সমস্যার কারনে দুদল আলোচনা সাপেক্ষে ম্যাচের সময়ে পরিবর্তন নিয়ে এসেছে।

উল্লেখ্য, কলকাতা সময় বিকেল ৫টা থেকে সন্ধ্যা নামে, আর সন্ধ্যার পর থেকে অতিরিক্ত হারে শিশির পড়া শুরু হয়, এতে করে বোলারদের জন্য খুবই বিরক্তিকর হতে পারে শিশির।আর তাই ম্যাচের সময় পূর্বনির্ধারিত সময় হতে ৩০ মিনিট এগিয়ে নিয়ে আসা হয়েছে।
স্থানীয় সময় দুপুর একটায় দিনের খেলা শুরু হবে আর শেষ হবে রাত আটটায়, আর বাংলাদেশ সময় অনুযায়ী সেটা দুপুর দেড়টা থেকে রাত সাড়ে আটটা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »