পরিবর্তন হলো নারী ইমাজিং এশিয়া কাপের সময়সূচি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বৈরী আবহাওয়া যেন নারী ইমাজিং এশিয়া কাপের পিছু ছাড়ছেই না। গত ২২ অক্টোবর থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ইমার্জিং নারী এশিয়া কাপ তবে বৈরী আবহাওয়া তা আর হতে দেয়নি। টুর্নামেন্টের সময় চারদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাঠে গড়ায়নি কোন একটি ম্যাচ। তবে এবার সূচিতে পরিবর্তন আনা হয়েছে টুর্নামেন্টির। পরিবর্তিত সূচিতে আজ থেকে মাঠে গড়ানোর কথা ইমার্জিং নারী এশিয়া কাপের।

চলমান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট চারটি দল। বাংলাদেশ ছাড়াও সেখানে রয়েছে ভারত, পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা। পুরনো সূচিতে প্রত্যেকটি দলের বিপক্ষে একবার করে মুখোমুখি হওয়ার কথা ছিলো তবে খারাপ আবহাওয়ার কারনে হচ্ছে না আগের সূচিতে খেলা। গত ২২ ও ২৩ তারিখের ম্যাচ দুটি পরিত্যক্ত হওয়ায় সূচিতে পরিবর্তন৷ পরিত্যক্ত ম্যাচ গুলো আর আয়োজন করা সম্ভব না বলে জানানো হয়৷

পরিবর্তিত সূচি অনুযায়ী আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা আর আরেক ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের বাংলাদেশ । তারপর আগামীকাল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে শায়লা শারমিনের দল আর অপর ম্যাচে ভারত মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুইদল খেলবে ফাইনালে। পুরনো সূচি অনুযায়ী ২৭ তারিখ ফাইনাল হওয়ার কথা থাকলেও পরিবির্তিত সূচিতে একদিন বিরতিতে আগামী ২৯ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল।

এরই মাঝে গত ১৬ অক্টোবর শায়লা শারমিনকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষাণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে জায়গা দেয়া হয়েছে বেশ কিছু নতুন ক্রিকেটারকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »