নিউজ ডেস্ক »
সম্প্রতি আইসিসি ক্রিকেটে ৫ নিয়ম পরিবর্তন করে। তার মধ্যে অন্যতম ছিলো বোলারদের বলে লালা বা থুথু ব্যবহারে নিষেধাজ্ঞা। করোনা ভাইরাসের কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে আইসিসির। এই সিদ্ধান্তে বোলারদের জন্য টেষ্ট ক্রিকেট আরো অনেক বেশি কঠিন করে দিয়েছে। এমন সময় বোলারদের কথা চিন্তা করে বলের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিচ্ছে বল নির্মাতা প্রতিষ্ঠান গুলো।
ইংল্যান্ডে অনুষ্টিত হওয়া ম্যাচ গুলো সাধারণত ডিউক বলে খেলা হয়ে থাকে। এই পরিস্থিতিতে ডিউক বল প্রতিষ্ঠাতা বল তৈরিতে কিছু পরিবর্তন আনছে। ব্রিটিশ ক্রিকেট বলস লিমিটেডের মালিক দিলিপ জাজোদিয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ডিউক বল সাধারণত হাত দিয়ে সেলাই করা হয়। এই সময় এতে একরকম গ্রিস ব্যবহার করা হয়। সুতরাং বোলারদের সুইং পেতে সমস্যা হবে না। এটার জন্য ঘাম যথেষ্ট। বোলাররা তাদের দক্ষতা ব্যবহার করতে পারলে সুইং আদায় করতে পারবেন।’
তিনি আরো বলেন, ‘হাতে সেলাই করার ফলে বলগুলোর সুতোর উজ্জ্বলতা অনেকক্ষণ থাকে। ফলে সুইং করানো সহজ। এদিকে কোকাবোরা বল মেশিনে সেলাই করা হয় যার ফলে এর স্পষ্টতা খুব অল্পতেই কমে যায় আর সুইং পেতে অনেক কষ্ট হয় পরে।’
এদিকে ভারতের নির্মাতা কোম্পানি এসজি বলে পরিবর্তন আনার ব্যাপারে ভাবছে। এসজি কোম্পানির মালিক পরশ আনন্দ জানান ক্রিকেট বলে তারা পরিবর্তন আনতে চলেছেন। তিনি বলেন , ‘ক্রিকেট বলের লালা ব্যবহার অনেক প্রয়োজন। একটি বল ৭০-৮০ ওভার পর্যন্ত টিকে থাকে। করোনার পরে এক্ষেত্রে আমরা বলের কিছু পরিবর্তন আনতে যাচ্ছি।’
‘বল বেশিক্ষণ ঠেকানোর জন্য আমরা পলিশ একটু বেশি করবো । যাতে বল আরো মিনিমাম ১০-১৫ ওভার বেশি খেলতে পারে। এর সাথে বলের ভেতরে আরো বেশি শক্ত করার কথা ভাবছি যাতে করে বোলাররা সুবিধা পায়’ — সাথে যোগ করেন তিনি।
নিউজক্রিকেট/রীম