সানিউজ্জামান সরল »
বেশ কয়েকদিন ধরেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না তামিম ইকবাল। গত বিশ্বকাপের পর থেকেই তামিমের ব্যাট গুমরামুখির ভুমিকায়। বিশ্রাম, ছুটি ও চোট শেষে দীর্ঘ চার মাসের দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামেন তামিম ইকবাল।
বিপিএলের ৭ম আসরে খেলতে নেমে ১ম ম্যাচে ব্যর্থ হলেও, ২য় ও ৩য় ম্যাচে দেখা মিলিছে পুরোনো সেই তামিমকে। ২য় ম্যাচে ৫৩ বলে ৭৪ রানের বিধ্বংসী এক ইনিংস এবং ৩য় ম্যাচে ২৮ বলে ৩১ রানের একটি ইনিংস। তামিম তার নিজের ভুলটা ধরতে পেরেছেন আর ভুল থেকে শিক্ষা নিয়েই পুরোনো রূপে আবিভূত হয়েছেন, দেশসেরা এ ব্যাটসম্যান।
তামিমের দল ঢাকা প্লাটুটের প্রধান কোচ সালাউদ্দিন মনে করছেন, তামিমের মধ্যে ভুল থেকে শিক্ষা নেওয়ার একটা প্রবণতা আছে। আর সেটাই কাজে দিয়েছে। নিজের কোথায় কোথায় ভুল রয়েছে, তা বুঝতে পেরেছে ও।
সালাউদ্দিনের ভাষ্যমতে, ‘দেখেন, তামিম আসলে নিজেই নিনের পরিবর্তক। অর্থাৎ ও নিজেই নিজেকে পরিবর্তন করেছে। অনেকেই মনে করেন, আমরা কোন যাদু করে দেই….হাসি…। আসলে তেমন কিছুই না। একজন ক্রিকেটার নিজেই বুঝতে পারে, তার কি করতে হবে। আর তাছাড়া তামিম অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করে আসছে। অবশ্যই সে জানবে, তার কোথায় ভুল হচ্ছে।’
সালাউদ্দিন মনে করেন, একজন কোচের চেয়ে তামিম নিজের সমস্যাটা বেশি উপলব্ধি করবে এবং বুঝতে পারবেন।
সালাউদ্দিন জানান, ‘আমি মনে করি, তামিম আমার চেয়েও ভালো বুঝে এবং জানে যে, তার কি করতে হবে। সেই নিজেই নিজের ভুলটা বের করেছে। আসলে ভেতরের সব কথা আমি আপনাদেরকে বলতেও পারবো না। আমি মনে করি, তামিম নিজেই জানে ওর কি করতে হবে বা কি করা উচিৎ।’
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এ ব্যাটসম্যানের রানে ফেরায়, সকলের মনেই বইছে আনন্দের এক অজানা সুবাতাস। বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন ঐতিহাসিক জয়ে সাক্ষী হওয়া এই ব্যাটসম্যানের রানে ফেরা বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর। দীর্ঘদিন পর রানে ফেরা তামিম ইকবালকে অভিনন্দন জানাতে ভুল করেনি তার অসংখ্য ভক্তমহল।