https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ভারতের বিপক্ষে উইন্ডিজের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
গায়ানায় টস হেরে ব্যাট করতে নামা উইন্ডিজের ওপেনার ক্রিস গেইল ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত মাত্র ৪ রানেই কুলদিপ যাদবের বলে সাজঘরে ফিরেন তিনি। এই ৪ রান করতে গেইল খেলেছেন ৩১টি বল! আরেক ওপেনার এভিন লুইস কিছুটা দেখেশুনে খেলে ৩৬ বলে তোলেন ৪০ রান। তবে এরপরই বাঁধ সাজে বৃষ্টি।
ইনিংসের মাত্র ১৩ ওভার খেলা হলে বৃষ্টি বাধায় পড়ে ম্যাচ। শেষ পর্যন্ত মাঠ খেলার অনুপযোগী হলে আর কোনো বল মাঠে গড়ায়নি।
উল্লেখ্য, এর আগে তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ক্যারিবিয়ানরা।