নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ড-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়ন্টি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে। ফলে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকায় সিরিজ পরাজয় এড়ানো নিশ্চিত হলো টাইগারদের।
বে ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ফিন অ্যালেনের (২) উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় উইকেটে টিম শেইফার্ট ও ড্যারেণ মিচেল ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়েন। শেইফার্ট বেশি আগ্রাসী ছিলেন। দলীয় ৫৮ রানে ২৩ বলে ৪৩ রান করা শেইফার্টের উইকেট তুলে নেন তানজিম সাকিব। ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
এরপর বৃষ্টিতে আর খেলা শুরু করা না গেলে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগামী ৩১ ডিসেম্বর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
নিউজক্রিকেট২৪/আরএ