পরবর্তী দুই এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

নিউজ ডেস্ক »

করোনার প্রভাবে স্থগিত করা হয়েছে ২০২০ সালের এশিয়া কাপ। এবারের আসর স্থগিত হলেও এসিসি কর্তৃক সুগম হয়েছে আগামীর দুই আসরের পথ। এবছর এশিয়া কাপ না হলেও আগামী দুই বছর টানা দুটি এশিয়া কাপ হবে। নির্ধারিত হয়েছে এশিয়ার বিশ্বকাপ বলে পরিচিত এই টুর্নামেন্টটার আগামী দুই আসরের ভেন্যুও।

সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হওয়ার কথা এশিয়ার বিশ্বকাপ নামে পরিচিত এশিয়া কাপের ২০৩০ সালের আসরটি। তবে করোনার পরিস্থিতি খারাপ হওয়ায় বাতিল করা হয়েছে এবারের আসরটি।এবারের এশিয়া কাপের আয়োজন পাকিস্থানে হওয়ার কথা থাকলেও সেখানে ভারতের খেলার আপত্তি থাকায় এশিয়া কাপটি হতে পারতো কোন নিরপেক্ষ ভেন্যুতে।সেক্ষেত্রে আয়োজনের জন্য নিজেদের পুরোদমে প্রস্তুত করছিলেন শ্রীলংকা। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তারা রাজি নন এবছর এশিয়া কাপের বল মাঠে গড়ানো নিয়ে।

মূলত ২০২২ এশিয়া কাপের আয়োজক ছিলো শ্রীলংকা। তবে ২০২০ এশিয়া কাপের সত্ত্ব শ্রীলংকার সাথে অদল বদল করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে ২০২০ সালে অনুষ্ঠিত হওয়া ২০২০ সালে অনুষ্ঠিত ১৫তম এশিয়া কাপের আয়োজন করতো শ্রীলংকা। এবছর এশিয়া কাপ না হওয়ায় সেই হিসেবে ২০২১ সালে হওয়া এশিয়া কাপের আয়োজক হবে শ্রীলংকা।আগামী বছরের জুনে স্থগিত হওয়া এশিয়া কাপের আয়োজনের কথা ভাবছে এসিসি।

২০২১ সালের জুনে এশিয়া কাপ আয়োজনের চিন্তা করলেও ঐ সময়ে ফাঁকা সুচি বের করা কঠিন হবে এসিসির জন্য। করোনায় টানা ৫ মাস খেলাধুলা বন্ধ থাকায় ঝুঁলে আছে অনেক সিরিজ।সিরিজ গুলো যখন নতুন সূচিতে সাজাতে হবে দলগুলোর তখন পুরো ব্যস্ত সময় কাটবে দলগুলোর। সেক্ষেত্রে এসিসিসির এশিয়া কাপের জন্য ফাঁকা সুচি পাওয়া হয়ে পড়বে কঠিন থেকে কঠিনতর।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »