নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নাজমুল আবেদীন ফাহিম। এই নামটি বাংলাদেশ দলের ক্রিকেটাঙ্গনের এক পরিচিত নাম। ক্রিকেটাঙ্গনের সবচেয়ে পরিচিত মুখ নাজমুল আবেদীন ফাহিম। তিনি সাবেক ক্রিকেটার ও কোচ সারোয়ার ইমরানের বন্ধু। এছাড়া বিকেএসপিতে কোচিং করিয়েছেন ফাহিম। নাইমুর রহমান দুর্জয়, আল শাহরিয়ার রোকন ছিলেন তার সরাসরি ছাত্র ছিলো।
নাজমুল আবেদীন ফাহিম বিসিবির ন্যাশনাল গেইম ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করেন। তবে তিনি নাম মাত্র দায়িত্ব পালন করে আসছিলেন। মূলত তার দায়িত্ব কাগজে কলমে ছিলো বাস্তবে কিছু না। মূলত বাস্তবে তাকে নারী দলের উইং হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ছিলেন এইচপির সিনিয়র কোচ, অনুর্ধ্ব-১৯ দলের কোচ। এছাড়া বয়সভিত্তিক দল নিয়ে কাজ করেছেন।
তবে নাজমুল আবেদীন ফাহিমের কোচিংয়ের চেয়ে তার টেকনিক্যাল এডভাইজারের দায়িত্ব পালন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আশরাফুল শাহরিয়ার নাফীসরা তার কাছে টেকনিক্যাল সমস্যার জন্য ছুটে আসেন। বিপিএল এ তিনি টেকনিক্যাল এডভাইজারের দায়িত্ব পালন করছেন।
নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ” এটা আমার ব্যক্তিগত কারণে আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি। এটার সাথে অন্য কোনো কারণ নেই।”