পঞ্চপাণ্ডবের অবসরের আগে জাতীয় দলের কোচিংয়ে নয়!

নিউজ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের অনেক ক্রিকেটার তৈরির কারিগর সালাহউদ্দিন। দেশের সেরা কোচদের ভেতরে অন্যতম তিনি। জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দ্বায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে প্রধান কোচের ভূমিকায় মাঝে মাঝে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত দেখা যায়নি তাকে। আর আপাতত জাতীয় দলের কোচ হতে আগ্রহীও নন সালাহউদ্দিন। সিনিয়র ক্রিকেটাররা থাকাকালীন কোচ হতে চাননা বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশসেরা এই কোচ।

অনলাইন নিউজ পোর্টাল ক্রিকফ্রেঞ্জির সাথে ফেসবুক লাইভ অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেন এই কোচ। কোচ হওয়ার স্বপ্ন আছে তবে সিনিয়রদের অবসরের পরেই এটা নিয়ে ভাববেন তিনি। মূলতঃ সিনিয়র ক্রিকেটারদের সাথে তার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ যা একজন কোচের সাথে মানানসই নয়। তাই এদের অবসরের পরেই এ নিয়ে ভাববেন তিনি। সালাহউদ্দিন বলেন, ‘এরা (সিনিয়ররা) অবসর নিলে চিন্তা করতে পারি। এটা একটা বড় ব্যাপার, চাইলাম আর হয়ে গেল তা নয়। জাতীয় দলের কোচ হওয়া অনেক সম্মানের ব্যাপার। সেই ব্যক্তিত্ববোধটাও নিজের মধ্যে লাগবে। এখন সাকিব-তামিমদের সঙ্গে আমার যে সম্পর্ক এই ব্যক্তিত্ব কোচের ভুমিকার সঙ্গে যায় না। পরবর্তী যুগের সঙ্গে হয়তো সম্ভব হতে পারে। আমাদের জন্য এবং কোচিংয়ে আমার জন্য আরও অনেক কিছু শিখার বাকি আছে। তারপর হয়তো চিন্তা করবো এই ভূমিকা পালন করা যাবে কি যাবে না। কিন্তু ইচ্ছা তো আছে, কার না থাকে।’

তবে নিজের জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছের কথাও লুকাননি তিনি। তবে সেটা এখন সম্ভব নয় বলেও জানান এই কোচ। ‘অবশ্যই স্বপ্ন তো সবাই দেখে। আমিও যে দেখি না তা নয়। সবাই দেখে। ইচ্ছা তো সবারই আছে। আমার মনে হয় যে আগামী বা সামনের কিছু বছর এটা নিয়ে চিন্তা করাটা খুব কঠিন। বিশেষ করে আমার জন্য। তামিম, সাকিব, মুশফিকরা যতদিন খেলবে এতোদিন কোচ না হওয়াটা আমার জন্য ভালো। কারণ এদের সঙ্গে সম্পর্কটা এতো কাছের প্রধান কোচ হলে সবদিক দিয়ে কথা হতেই পারে। আমাদের সম্পর্কটা অনেক কাছের, তাই এখান থেকে প্রধান কোচ হওয়াটা আমি মনে করি না আমার জন্য বা দলের জন্য ভালো কিছু হবে।’

একজন কোচ হিসেবে যথেষ্ট কার্যকরী সালাহউদ্দিন। বিভিন্ন সময় কোন সমস্যায় পরলে বরাবরই তার সান্নিধ্যে এসে নিজেকে ঝালিয়ে নিতে দেখা যায় অনেক ক্রিকেটারকেই। বিকেএসপির কোচ থাকাকালীন সাকিব, তামিম, মুশফিক, বিজয়, সৌম্য সরকার সহ আরও অনেক তারকা ক্রিকেটার তৈরি করেছেন তিনি। প্রত্যেকের মুখেই তার প্রশংসা শোনা যায় বরাবরই। জাতীয় দলের কোচ হিসেবেও চান অনেকেই। তবে আপাতত তা সম্ভব নয় বলে পরিষ্কার করে দিয়েছেন তিনি।

নিউজক্রিকেট/কেএমএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »