মমিনুল ইসলাম »
বঙ্গবন্ধুকে উৎসর্গ করে এবার আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল বিশেষ আসর। তবে ইতিমধ্যেই দেখা মিলেছে আম্পয়ারে বির্তকিত সিদ্ধান্ত। এ নিয়ে সমালোচনাও হয়েছে বেশ। আজ আবার ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্সের ম্যাচে নো কান্ডে কাঠগড়ায় আম্পায়ার। আর সেজন্য চটেছেন ঢাকা প্লাটুন দল।
বঙ্গবন্ধু বিপিএলের ১৭ তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে কুমিল্লা ওয়ারিয়র্স। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই হারিয়ে বসে সৌম্য সরকারের উইকেট। দ্বিতীয় ওভারপ মেহেদীর বলে বোল্ড হয়ে ১০ রান করে সাজ ঘরে ফিরে যান সৌম্য সরকার। ৭ বল খেলে কোন রান না করেই সাজঘরের পথে হাঁটেন সাব্বির রহমান।
ওপেন করতে নামা রাজাপাকশা দুর্দান্ত শুরু করে কুমিল্লার হয়ে। তবে ইনিংসের পঞ্চম ওভারে এসে ২০ রান করা রাজাপাকশা ক্যাচ দিয়ে ফিরে যান রাজাপাকশা। রাজাপাকশার বিদায়ের পর মাঠে আসেন ইয়াসির আলি রাব্বী। তবে তার কিছু সময় পরই অনফিল্ড আম্পায়ারের সাথে আলোচনা করে থার্ড আম্পায়ার জানায় বলটি নো বল ছিলো। তারপর সাজ ঘরে ফেরা রাজাপাকশাকে মাঠে নামানো হয় রাব্বিকে উঠিয়ে।
আম্পায়ারের এমন কান্ডে তখনই চটে যায় ঢাকা প্লাটুন। এক ম্যাচ পর দলে ফেরা তামিম ইকবালকে দেখা গেছে আম্পায়ারের সাথে ক্ষুব্ধ হয়ে কথা বলতে। আর অধিনায়ক মাশরাফি ও হতাশার ভঙ্গিতে কথা বলেছেন, সঙ্গ দিয়েছিলেন ওয়াহাব রিয়াজ ও। শুধু খেলোয়াড়রাই নয় বেশ চটেছেন ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।