সানিউজ্জামান সরল »
ভারত-উইন্ডিজ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হলো নো বলের নতুন নিয়ম। এখন থেকে পরীক্ষামূলক ভাবে নো বল ধরা হবে। যেটার দায়িত্ব ৩য় আম্পায়ারের উপর দেওয়া হয়েছে।
বোলারদের নো বল হলে দেখবেন ৩য় আম্পায়ার। এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ‘বোলারদের ফ্রন্ট ফুট নো বলের ক্ষেত্রে মাঠে উপস্থিত দুই আম্পায়ার নয়, বরং সিদ্ধান্ত জানাবেন ৩য় আম্পায়ার। এক্ষেত্রে টিভিতে প্রত্যেকটা বলের উপরই নজর রাখতে হবে ৩য় আম্পায়ারদের। কেননা তাদের উপরেই যে দায়িত্ব থাকছে, ‘নো বল’ সনাক্ত করার।’
বিজ্ঞপ্তির পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘যদি ‘নো বল’ হয়, তাহলে ৩য় আম্পায়ারকে সেটা সঙ্গে মাঠের আম্পায়ারদের অবগত করতে হবে। ৩য় আম্পায়ারের পরামর্শে মাঠের আম্পায়ার পরবর্তীতে ‘নো বল’ ডাকবেন।’
নো বলকে কেন্দ্র করে মাঠের ক্রিকেট থেকে শুরু করে মাঠে বাইরে এ পর্যন্ত কম বিতর্ক হয় নি। আম্পায়ারদের একটি ভুল ডিসিশনে তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে আইসিসিকে। আর এই বিতর্ক ও সমালোচনাকে ধুয়ে মুছে ফেলতে আইসিসির এমন উদ্যোগ।