নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
একসময় ভারতীয় দলে বেশ দাপটের সঙ্গে খেলতেন ইউসুফ পাঠান। তিনি ছিলেন অলরাউন্ডার। টেস্টে ভারতের হয়ে ১০০টি ও ওয়ানডেতে ১৫০+ উইকেট নিয়েছেন এই খেলোয়াড়। ব্যাটিংয়েও ১০০০ এর উপর রান আছে। এখন যদিও ক্রিকেটার হিসেবে খেলেননা এই পেসার। তিনি এই মুহূর্তে জম্মু কাশ্মীরের ক্রিকেট এসোসিয়েশনের ব্যাটিং পরামর্শ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
কয়েক সপ্তাহ যাবৎ কাশ্মীরে বেশ উত্তাল পরিবেশ বিরাজ করছে। জম্মু ও কাশ্মীর পাশাপাশি রাজ্যটিতে ভেঙে দুটি নিজস্ব কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে তৈরির প্রস্তাব দেয়া হয়েছে। কাশ্মীরে এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকদের কাশ্মীর ছেড়ে যাবার নির্দেশ দেয়া হয়েছে। কাশ্মীর ছাড়তে হয়েছে ইরফান পাঠানকেও। ছাড়ার আগে টুইটারে টুইট করে জানিয়েছেন, ” আমার হৃদয় কাশ্মীরে রয়েছে। আমার হৃদয় ও মনে সঙ্গে আছে ভারতীয় সেনাবাহিনী ও কাশ্মীরী ভাই বোনেরা।”
এই টুইটারে এক টুইটার ব্যবহারকারী টুইট করেছেন, ” এই লেখার শেষে #কাশ্মীরআন্ডারথ্রেট লিখে নিজেকে জিহাদী পরিচয় দিলেন।
এই টুইটারে পাঠান ফিরতি রিপ্লাই দেন, ” সেখানে কাশ্মীরের বাইরের সকলকে চলে যেতে বলা হয়েছে। এর মানে এখানে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। নিজের নোংরা মানসিকতা বদলান। কথায় কথায় ধর্ম টেনে আনবেন না।