নেহারার চোখে মালিঙ্গা থেকে এগিয়ে বুমরাহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান বিশ্বের সেরা বোলারদের মাঝে অন্যতম একজন ভারতীয় ডান হাতি পেসার জাসপ্রিত বুমরাহ। তার বোলিং নিয়ে যত না আলোচনা কিংবা সমালোচনা তার থেকে বেশি আলোচনা কিংবা সমালোচনা তাঁর বোলিং অ্যাকশন নিয়ে। অদ্ভুত এক বোলিং অ্যাকশনে বল করেন বুমরাহ যেমনটা অদ্ভুত অ্যাকশনে দেখা যেত শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে।

২০১৬ সালে ক্যারিয়ার শুরু করে এই  তিন বছরে পেয়েছেন অনেক সাফল্য। ভারতীয় পেস ডিপার্টমেন্টের দায়িত্বও তার হাতেই থাকে। শুরু থেকে এখন পর্যন্ত পদস্থলন হয়নি তার পারফরম্যান্সের কারনে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে তিনি ১ নম্বর বোলারও বটে। তবে সময়ই তিনি আলোচনায় থাকেন তার বোলিং অ্যাকশন নিয়ে।

তবে এবার তার বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুলেছেন সাবেক ভারতীয় পেসার আশিস নেহরা। তিনি মনে করেন মালিঙ্গার থেকেও ভালো অ্যাকশনে বল করে বুহমরাহ আর সেটা আরও ভালো করে তুলনা করতে গেলে ১০ গুণ ভাল অ্যাকশনে বল করেন। নেহরা বলেন, ” বুমরাহর বোলিং অ্যাকশন পরিবর্তন করার কোন দরকার যেভাবে এখন করছে সেভাবেই করতে থাকুক। চেষ্টা করলে অবশ্য আরও ভালো হবে। সবাই যতটা সমালোচনা বা আলোচনা করছে ততটা আলোচনার দরকার নেই “।

তিনি আরও বলেন যে, ” বুমরাহর বাম হাত নিয়েই যত কথা কিন্তু আমার কাছে মনে হয় মালিঙ্গার অ্যাকশনের থেকেও বুমরাহর বোলিং অ্যাকশন ১০ গুন ভালো”।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »