নেপালের বিরুদ্ধে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

এ কে শাহেদ »

এসএ গেমসে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম দু ম্যাচে অসাধারণ জয় তুলে নেয় টাইগাররা। তাই এখন লক্ষ নেপাল বধ। নেপালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে লড়াকু সংগ্রহ করে বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করতে পারেননি সৌম্য-নাঈম। টাইগারদের দলীয় ৭ রানে ব্যাক্তিগত ৬ রান করে আউট হয়ে ফিরে যান ওপেনার নাঈম। গত ম্যাচে ফিফটি করা সৌম্য সরকার ও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। নাঈমের ন্যায় ৬ রানে আউট হয়ে ফিরে যান। তবে দলের পক্ষে একাই লড়ে যান অধিনায়ক শান্ত। পেয়েছেন এসএ গেমসে নিজের প্রথম অর্ধ-শতক।

শান্ত ৬০ বলে ৪ চারে ও ৪ ছয়ে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেন। তাকে ছাড়াও অর্ধ-শতকের দেখা পান তরুন ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব। ২৮ বলে ৬ চারে ও ১ ছয়ে ৫২ রানের ইনিংস খেলেন। ফলে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

বাংলাদেশ- ১৫৫/৬ (২০)

(শান্ত ৭৫*, আফিফ ৫২; খাদকা ৩/১৫)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »