নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী বছর অর্থাৎ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পর্দা উঠবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল আসরের টিকিট ইতিমধ্যে পাকা করে রেখেছে বাংলাদেশ। বিশ্বকাপে মাঠে নামার আগে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে খেলবে সালমা-জাহানারার বাংলাদেশ।
এ কারণে আজ শুক্রবার দুপুরে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এসএ গেমসের ১৩তম এই আসরে এসে আট বছর পর অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। আর এবারই প্রথমবার অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে নারী দলকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার সালমা খাতুন। পহেলা ডিসেম্বর থেকে নেপালের কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া এসএ গেমসের প্রস্তুতি সারতে মিরপুরের অ্যাকাডেমি মাঠে নিয়মিত অনুশীলন করে দেখা গেছে নারী দলের সদস্যদের।
দিন কয়েক আগে অধিনায়ক সালমা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, “অবশ্যই বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো আমাদের অনেক কাজে দিবে। এরপরেও যদি আমরা ম্যাচ পাই বা বিশ্বকাপের আগে যত সব ম্যাচ খেলব, অনুশীলন যত করব ততোই বেশী আমরা উন্নতি করবো। বিশ্বকাপের আগে যত ম্যাচ খেলব আমাদের জন্য অবশ্যই ভালো হবে।”
এসএ গেমসের আগে বাংলাদেশের মেয়েরা বাড়তি মনোযোগ দিয়েছে ব্যাটিং আর ফিল্ডিংয়ে। বিশ্বকাপ বাছাইপর্বের ভুলগুলো শুধরানোর জন্য অনুশীলনে ঘাম ঝরিয়েছে প্রায় সব নারী দলের সদস্য।
সালমা এ ব্যাপারে আরও বলেন, “বাছাইপর্বে যে সব ভুল ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। এবং উন্নতি করার চেষ্টাও করেছি। তবে এখনও কিছু কিছু ভুল আছে সেগুলো নিয়েই কাজ করছি। যেমন বিশেষ করে ফিল্ডিং-ব্যাটিং এগুলো নিয়ে কাজ করছি। বোলিংয়ের ওপরেও কাজ বাড়তি কাজ করছি। এসব নিয়ে উন্নতির কাজ চলছে পুরোদমে। ফিটনেস নিয়েও বাড়তি কাজ করছি আমরা।’
উল্লেখ্য, এই টুর্নামেন্টে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। তাদের সঙ্গী হিসেবে আছে এই গ্রুপে আছে পাকিস্তান এবং মালদ্বীপ। আগামী দুই ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে সালমাবাহিনী। এরপর ৫ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে তারা।