সানিউজ্জামান সরল »
সাউথ এশিয়ান গেমসে (এস এ গেমস) বড় জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা। নারী ক্রিকেট ইভেন্টে স্বাগতিক নেপালকে হেসেখেলে হারিয়েছে বাঘিনীরা। জয়ের ব্যবধান ছিলো ১০ উইকেটের। আর এই জয়েই আসরের ফাইনাল নিশ্চিত করেছে সালমার দল।
ফাইনাল নিশ্চিত করার এ ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা কাপ্তান সালমা খাতুন। আগে ব্যাট করা নেপালি ব্যাটসম্যানদের নিয়ে যেনো খেলা শুরু বাংলাদেশের বোলাররা। এ দিন পোখারা নেপালি ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে মেতে উঠতে দেখেছে। জাহানাদের বিরুদ্ধে কোনরকম প্রতিরোধ গড়তে বা পেরে মাত্র ৫০ রানেই অলআউট হয় নেপাল।
নেপালি মেয়েদের ৩ জন ছুঁতে পেরেছিলেন দুই অঙ্কের সংখ্যা। অধিনায়ক রুবিনা বেলবাসী, সনু খাদকা ও ইন্দু বার্মা, তাদের রান যথাক্রমে ১৩, ১২ ও ১০। এ তিনজন ছাড়া বলার মতো কেউ স্কোর করতে পারেননি নেপাল শিবিরে। যার ফলে মাত্র ৫০ রানেই গুটিয়ে যেতে হয় তাদের।
বিপরীতে ব্যাট করতে নেমে মাত্র ৭.৪ বল খেলেই ক্ষুদ্র এই লক্ষ্য পার করেন বাংলার বাঘিনীরা। আর এর ফলে ফাইনালের টিকিটও নিশ্চিত হয়ে যায় তাদের।
মাত্র ৫১ রানের এক ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন বাঘিনীরা। দুই ওপেনার মুরশিদা ও আয়েশা দায়িত্বশীল ব্যাটিং করেছেন এবং কোন উইকেট হারাতে দেন নি তারা। আয়েশা ২২ বলে ২৬* ও মুরশিদা ২৪ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।
মূলত রাবেয়া ও জাহানারার বোলিং কারিশমায় নেপালি ব্যাটসম্যানদের এই দূর্গতির সৃষ্টি। রাবেয়ার ৮ রান খরচায় ৪ উইকেট ও জাহানারার ২ রান খরচায় ২ উইকেট শিকারই ধসিয়ে দিয়েছে নেপাল ব্যাটিং লাইনআপকে। তাছাড়া ১টি করে উইকেট শিকার করেছে সালমা-ফাহিমা-নাহিদারা।
সংক্ষিপ্ত স্কোরঃ-
নেপালঃ ৫০/১০ (১৯.২ ওভার)
(রুবিনা ১৩; রাবেয়া ৪/৮, জাহানারা ২/২)
বাংলাদেশঃ ৫১/০ (৭.৪ ওভার)
(আয়েশা ২৬*, মুরশিদা ২৩*)