নেপালকে হারিয়ে ডাচদের শুভ সূচনা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপের ৭ম ও নিজেদের ১ম ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে নেদারল্যান্ড। ৩/২০ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন টিম প্রিঙ্গেল।

 

প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত পেডেলের ৩৭ বলে ৩৪ ও করণ কেসির ১২ বলে ১৭ রানের সুবাদে ১৯.২ ওভারে অলআউট হওয়ার আগে ১০৬ রান করে নেপাল। টিম প্রিঙ্গেল ও ভ্যান বিক ৩টি করে উইকেট শিকার করেন। ম্যাকেরেণে ও ডি লিডে ২টি করে উইকেট শিকার করেন।

 

১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাক্স ও’ডুডের ৪৮ বলে ৫৪ ও বিক্রমজিতের ২৮ বলে ২২ রানের সুবাদে ১৮.৪ ওভারে  ৪ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে ৬ উইকেটের জয় তুলে নেয় নেদারল্যান্ড।

 

বল হাতে ৪ ওভরে মাত্র ২০ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন টিম প্রিঙ্গেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »