নীরবেই ক্রিকেটকে বিদায় বললেন মালিঙ্গা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেটে পেস বোলিং কে এক অন্য রূপ দিয়েছেন তিনি, ব্যতিক্রমধর্মী বোলিং স্টাইল দিয়ে বিমোহিত করেছেন সবাইকে, তার একেকটা ইয়র্কার যেন ব্যাটসম্যানদের জন্য মরণফাঁদ, একটা সময় লংকান পেস বোলিং টাকে টেনেছেন একাই, কুড়িয়েছেন ইয়র্কার মাস্টার খেতাব। যতদিন খেলেছেন ততদিন ছিলেন ব্যাটসম্যানদের ভয়ের কারণ, মালিঙ্গা নাম শুনলে হৃদয়ে একটু কাপুনি ঝড়ে না এমন ব্যাটসম্যান কমই আছে, তবে ক্রিকেটকে বিদায় জানালেন নীরবেই।

বাংলাদেশের বিপক্ষে দেশের জার্সি গায়ে ২০১৯ সালের ২৬ জুলাই ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ মাঠে নেমেছিলেন মালিঙ্গা। সেবারও তার অবসরের সিদ্ধান্ত সকলকে জানিয়েছিলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। আর লিগের অবসরের সিদ্ধান্ত তিনি জানালেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের মাধ্যমে, এবারও প্রিয় ক্রিকেটকে বিদায় জানালেন নীরবেই।

তার প্রতিটি ইয়র্কারে ব্যাটসম্যানের স্ট্যাম্প উড়িয়ে হকডাক দিয়ে বুনো উল্লাসে মাতলেও বিদায় টা হলো নীরবেই, মাঠ থেকে বিদায় তো দূরের কথা নিজের মুখেও বিদায়ের ঘোষণা দেননি তিনি ।২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজির লীগ গুলোতে খেলে বেড়াতেন এই লংকান কিংবদন্তি , তবে এবার সেখান থেকেও বিদায়ের পালা। আর মাঠে দেখা যাবে না ঝকরা চুলের মালিঙ্গাকে ।

২০ জানুয়ারি আইপিএলের দলগুলোর পরের আসরের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিলো। মুম্বাইয়ের তালিকায় দলের সেরা তারকা মালিঙ্গার নাম না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। পরে মুম্বইয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘মালিঙ্গা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটথেকে অবসর নিতে চেয়েছেন। সেই কারণেই তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আইপিএল ২০২১ এর জন্য মুম্বইয়ের ১৮ জনের ঘোষিত রিটেন তালিকায় থেকে মালিঙ্গার নাম বাইরে রাখা হয়েছে।’

প্রিয় ক্রিকেটকে বিদায় জানানো নিয়ে মালিঙ্গা বলেন, মালিঙ্গা বলেন, ‘পরিবারের সঙ্গে আলোচনার পর আমার মনে হয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের এটাই সঠিক সময়। মহামারী পরিস্থিতি ও ভ্রমণে বিধিনিষেধের কারণে আমার পক্ষে আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা কঠিন। তাই এখনই সিদ্ধান্ত নেওয়ার ভালো সময়।’

তবে আশার কথা হচ্ছে ওয়ানডে, টেস্ট ও ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটকে বিদায় বললেও দেশের টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এখনও তিনি অবসর নেননি এই ইয়র্কার মাস্টার। ফলে ২০২১ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে শ্রীলঙ্কার জার্সিতে খেলতে দেখার সম্ভাবনা থেকেই যায়, এই আশায় ভক্তরা আবারো স্বপ্ন দেখতে পারে ঐ ঝাঁকড়া চুল নিয়ে একের পর এক ইয়র্কার ব্যাটসম্যানকে কাবু করে স্ট্যাম্প উপরে ফেলার দৃশ্য দেখার।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »