https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইতোমধ্যে চলে গেচে বাংলাদেশ ও আফগানিস্তান। তাই আজকের জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচ হয়েই দাঁড়িয়েছে।
বাংলাদেশের বপক্ষে নিজের দুই ম্যাচের মধ্যে দুইটাই হেরেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের আর দিয়ে সিরিজ শুরু করে মাসাকাদজার দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে আবারও হারের পর বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচেও হেরে বসে তারা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায় তাদের। ফাইনালের স্বপ্ন শেষ হলেও মাসাকাদজার ক্যারিয়ারের শেষ ম্যাচটি রাঙিয়েই রাখতে চাইবে জিম্বাবুয়ে।
অন্যদিকে টি-২০ ফরম্যাটে নিজেদেরকে বারবার প্রমাণ করে আসছে আফগানিস্তান। চলমান সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রশিদ খানের দল। বাংলাদেশ ও জিম্বাবুয়ের থেকে র্যাংকিং বিচারেও বহু এগিয়ে রয়েছে আফগানরা। তাই জিম্বাবুয়েকে সহস প্রতিপক্ষ হিসেবে নেইই মাঠে নামবে আফগানরা।
এক নজরে দুই দলের সম্ভাব্য সেরা একাদশ
আফগানিস্তান: নাজিবউল্লাহ জাদরান, হজরউল্লাহ জাজাই, আজগর আফগান, গুলবদিন নাইব, করিম জানাত, ফরিদ মালিক, রশিদ খান, মোহাম্মদ নবী, নাজিব তারাকাই, মুজিব উড় রহমান, রহমতউল্লাহ গুবরাজ।
জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলর, ক্রিস এমপুফু, শেন উইলিয়ামস, র্যাগিস চাকাবা, কাইল জার্ভিস, রায়ান বার্ল, টিনুটেন্ডা মিতুম্বুজি, রিচমন্ড মুতুম্বামি, নিভেল মাদজিভা, এইসলে এনলভু।