নিয়মিত চেক-আপ করাতে সিএমএইচে গিয়েছেন মাশরাফি

নিউজ ডেস্ক »

গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। সামান্য জ্বর ছাড়া আর অন্য কোনো উপসর্গ নেই মাশরাফির শরীরে। তবে আজ বিকেলে নিয়মিত চেক-আপের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন তিনি।

এ ব্যাপারে দেশের জনপ্রিয় একটি গণমাধ্যমকে মাশরাফি বলেন, ‘কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।’

এর আগে আজ সোমবার দুপুরে বেশ কিছু গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে মাশরাফির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। এছাড়া আরো একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে ছাপা হয়, হাসপাতালে সিট পাননি মাশরাফি।

তবে এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মাশরাফি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মিথ্যে খবরে সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »