নিষেধাজ্ঞা কেটে যাচ্ছে জিম্বাবুয়ের!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সাম্প্রতিক সময়ে ক্রিকেটের অন্যতম আলোচিত ইস্যুগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট। মাঠের ক্রিকেটে তো বটেই মাঠের বাইরে অবস্থা যেন আরও নাজুক পরিস্থিতি দেশটির ক্রিকেটের। তবে সেই অবস্থা যেন কাটতে যাচ্ছে আফ্রিকান দেশটির ক্রিকেট থেকে।

কিছুদিন আগেই আইসিসির পক্ষ থেকে সাময়িক বহিষ্কার করা হয় জিম্বাবুয়েকে। দেশটির ক্রিকেটে সীমাহিন দুর্নীতি আর আইসিসির নিয়ম ভঙ্গ করে বোর্ড পরিচালনা করার কারনেই এমন নিষেধাজ্ঞা জারি হয় তাদের উপর। যার দরুন আগামী বছর তি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছে জিম্বাবুয়েকে। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অবশ্য বাঁধা ছিল না তাদের।

৮ অক্টোবর পর্যন্ত সময় সময় বেধে দেয়া হয়েছিল আইসিসির পক্ষ থেকে এই অচলাবস্থা নিরসনের। শেষ পর্যন্ত আইসিসির দেখানো পথে হেঁটে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।

দেশটির ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যমকে এসআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আদালতের রায় অনুযায়ী ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি সহ জিম্বাবুয়ে ক্রিকেটের সকল পরিচালকদের উপর থেকে বহিস্কারাদের প্রত্যাহার করেছে এসআরসি। অন্তর্বর্তীকালিন যে বোর্ড পরিচালনা কমিটি রয়েছে সেটার কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »