নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত মাসে শেষ হয়েছে জাতীয় লিগের ২১ তম আসর। সদ্য সমাপ্ত হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ৬ষ্ঠ ও শেষ রাউন্ডে খুলনায় মুখোমুখি হয় ঢাকা বিভাগ ও স্বাগতিক খুলনা বিভাগ। চারদিনের এ ম্যাচেই বাগবিতণ্ডায় জড়ায় দুই সতীর্থ পেসার শহীদ ও মোহাম্মদ আরাফাত। সেই বিতণ্ডাকে কেন্দ্র করেই এ দুই ক্রিকেটারের উপর ১ বছরের স্থগিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই স্থগিত নিষেধাজ্ঞায় পড়ে খেলা চালিয়ে যেতে পারবেন তারা। নির্ধারিত ১ বছরের মধ্যে তারা যদি অন্য কোন অপ্রীতিকর ঘটনায় জড়ান, তবে কার্যকর করা হবে এই নিষেধাজ্ঞা। সেইসাথে বড় ধরনের শাস্তির মুখেও পড়তে পারেন শহীদ-আরাফাতরা।
ঘটনার সূত্রপাত, গত মাসে অনুষ্ঠিত হওয়া জাতীয় লিগের ৬ষ্ঠ ও শেষ রাউন্ডে। খুলনায় চলছিলো ঢাকা বিভাগ ও স্বাগতিক খুলনা বিভাগের ম্যাচ। ম্যাচ চলাকালীন সময়ে একই দলের তিন ক্রিকেটার জড়িয়ে পড়েন ঝামেলায়। পেসার শাহাদাত হোসেন ও আরেক পেসার মোহাম্মদ শহীদের মুখ থেকে সতীর্থ আরাফাতকে শুনতে হয় শারীরিক লাঞ্চনা।
২৪ বছর বয়সী আরাফাতকে বল ঘষে দিতে বললে তিনি অস্বীকৃতি জানান। আর এতেই চটে যান শহীদ। কনিষ্ঠ আরাফাতের শারীরিক গঠন নিয়ে প্রশ্ন তুলেন তিনি। শহীদের সাথে যোগ দেন আরেক পেসার শাহাদাত হোসেন রাজিবও। তবে শহীদের বিষয়টি আলোচনায় না আসায় প্রথমে শুধুমাত্র শাহাদাতকেই শাস্তির সম্মুখীন হতে হয়। শাস্ত স্বরূপ, জরিমানার সাথে ৫ বছরের নিষেধাজ্ঞায় পড়েন বিতর্কিত এই পেসার।
এদিকে, ঘটনা কনিষ্ঠ আরাফাতেরও দোষ রয়েছে বলে প্রমাণিত হলে তাকেও শহীদের মতো ১ বছরের জন্য স্থগিত নিষেধাজ্ঞায় পড়তে হয়।