নিষিদ্ধ হলেন লামিচান! ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিচানে বিরুদ্ধে, ১৭ বছরের এক কিশোরীর সম্ভ্রমহানির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে, অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করেছে কাঠমুন্ডুর একটি উচ্চ আদালত।

ভুক্তভোগী কিশোরী বয়স ১৭ বছর। কিশোরীর জবানবন্দির উপর ভিত্তি করে স্থানীয় থানায় মামলা দায়ের করে তার পরিবার।

ভিকটিম মেয়েটি পুলিশকে জানায়, লামিচানের সাথে স্ন্যাপচ্যাটে পরিচয় হয় তার। ধীরে ধীরে সেটি ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপ নেয়। গত মাসে কাঠমুন্ডুর একটি হোটেল কক্ষে এই ঘটনা ঘটে।

লামিচানে এই মুহুর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলছেন জামাইকা তালাওয়াসের হয়ে। গ্রেপ্তারি পরোয়ানা জারীর পর, নেপাল ক্রিকেট বোর্ড তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে।

নেপাল পুলিশ ইতিমধ্যে ভুক্তভোগী তরুনীকে ওয়ান ডোর ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে পাঠিয়েছে মেডিকেল পরিক্ষার জন্য।

ছোট দেশের বড় তারকা বলা হয় সন্দীপ লামিচানেকে। ২০১৮ সালে অভিষেকের পর থেকে লেগ স্পিন ভেলকিতে দাপুটে ভাবে খেলে যাচ্ছেন বিশ্বজুড়ে। ইতিমধ্যে নেপালিরা তাদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার আখ্যায়িত করেছে লামিচানেকে।জাতীয় দলের চেয়ে লামিচানের ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের পারফরম্যান্স আরো বেশি উজ্জ্বল।আইপিএল,পিএসএল, বিগ ব্যাশ ও বিপিএলের মতো ফ্র‍্যাঞ্চাইজি লিগে দাপুটে ভাবে খেলে যাচ্ছেন ছোট দেশের বড় এই মহাতারকা। এত নাম ডাকের মধ্যে এবার মুদ্রার উল্টো পিট দেখছেন লামিচানে। আনিত অভিযোগ সত্য প্রমাণিত হলে, হুমকির মুখে পড়তে পারে সন্দ্বীপ লামিচানের ক্রিকেট ক্যারিয়ার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »