নিষিদ্ধ হলেন লঙ্কান ক্রিকেটার!

নিউজ ডেস্ক »

সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কান খেলোয়াড় সীহান মাদুশাঙ্কা। মূলত নিজের গাড়িতে হিরোইন বহন করার অভিযোগে তাকে সব ধরণের ক্রিকেট থেকে আপাতত নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

মাদুশাঙ্কার এই নিষিদ্ধের ব্যাপারটি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কান বোর্ড সেক্রেটারি মোহন ডি সিলভা। তিনি বলেন,” মাদুসাঙ্কার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে আমরা তাকে তাৎক্ষনিক ভাবে নিষিদ্ধ করছি। যার ফলে এখন সে কোনো রকম ক্রিকেটীয় কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারবেনা।”

২০১৮ সালে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয় মাদুসাঙ্কের। ওই ম্যাচে তিনি অভিষেকে হ্যাট্রিক নিয়ে আলোচনায় আসেন। তবে ওই ম্যাচের পর তার আর ওডিয়াই খেলা হয়নি। ডাক পেয়েছিলেন নিদাহাস ট্রফি আর পাকিস্তানের সাথে সিরিজে। কিন্তু তার আর ম্যাচ খেলা হয়নি।

উল্লেখ্য, গত ২৩ই মে তাকে তার গাড়িতে হিরোইন সহ আটক করে পুলিশ। তার সাথে আরো একজম লোক ছিলো। তাকে আপাতত ২ সপ্তাহের রিমান্ডে নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়ঃ ১০:৩০ পিএম

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »