https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপের ১৩তম ম্যাচে খর্ব শক্তির আফগানিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে শক্তিশালী নিউজিল্যান্ড। শুরুতে ব্যাটিং করতে নেমে জেমি নিশাম ও ফার্গুসনের বোলিং তোপে আফগানরা গুটিয়ে যায় মাত্র ১৭২ রানে। জবাবে ১০৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই বড় জয় পায় কিউইরা।
টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান হজরতউল্লাহ জাজাই ও নুর আলি জাদরানের ব্যাটে ওপেনিং জুটিতে পায় ৬৬ রান। আফগান শিবিরে প্রথম আঘাত হানেন জেমি নিশাম। ব্যক্তিগত ৩৪ রানে তিনি ফিরান হজরতউল্লাহ জাজাইকে। পরের ওভারে ৩১ রান করা নুর আলি জাদরানও ফিরে যান ফার্গুসনের বলে। তারপর শুরু হয় আফগান ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ২০ ওভারের সময় বৃষ্টি শুরু হলে কিছুক্ষণ অপেক্ষার পর পুনরায় শুরু হয় ম্যাচ। তবে ফিরতে পারেনি আফগানিস্তান। নিশাম ও ফার্গুসনের বোলিং তোপে ৪১.১ ওভারে আফগানরা সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭২ রান।
কিউইদের হয়ে বল হাতে ৩১ রানের বিনিময়ে জেমি নিশাম নেন ৫টি উইকেট এবং ৩৭ রানে ৪ উইকেট নেন ফার্গুসেন। ১টি উইকেট নেন কলিন ডি গ্র্যান্ডহোম।
১৭৩ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে কোনো রানের খাতা খোলার আগেই ফিরে যান মার্টিন গাপটিল। এরপর কলিন মুনরুর সাথে জুটি বাধেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যক্তিগত ২২ রানে ফিরে যান মুনরুও। তবে দেখেশুনে খেলতে থাকেন অধিনায়ক উইলিয়ামসন। চারে নামা রস টেলরের ৪৮ ও কেন উইলিয়ামসনের অপরাজিত ৭৯ রানে মাত্র ৩২.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।