নিশাম-চোপড়া টুইট যুদ্ধ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশিদিন খেলার সুযোগ হয়নি আকাশ চোপড়ার। মাত্র ১০টি টেস্ট ম্যাচের মাধ্যমেই শেষ হয়েছে সাবেক এই ওপেনারের ক্যারিয়ার। আকাশ চোপড়া তার ক্রিকেটীয় ক্যারিয়ারের চেয়ে অনেক বেশি পরিচিতি পেয়েছেন ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে।

সম্প্রতি টুইটারে দেখা গেছে আকাশ চোপড়া কথার লড়াইয়ে জড়িয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামের সঙ্গে। কিউই তারকাকে নিয়ে প্রথম কথাটা অবশ্য আকাশ চোপড়া নিজেই দিয়েছিলেন।

আইপিএলে পাঞ্জাব দলে নিশামের জায়গা নিয়ে মূলত প্রশ্ন তোলেন আকাশ। তিনি বলেন, ‘ওরা নিশামকে খেলাচ্ছে, বিদেশি পেস বোলার যে পাওয়ার প্লেতে বল করে না আবার স্লগ ওভারেও না। সে দারুণ ফিনিশার নয়, আবার এমন ব্যাটসম্যানও নয় যে প্রথম চার বা পাঁচে নামতে পারে। তাহলে কিংস ইলেভেন পাঞ্জাব ওকে কেন খেলায়? এমন একজনকে খেলাচ্ছে যে আসলে ম্যাচ জেতাতে পারে না।’

এরপরই নিশাম জ্বলে উঠে আকাশ চোপড়ার নাজুক টি-টুয়েন্টি পরিসংখ্যানের প্রতি ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘৯০ স্ট্রাইকরেট ও ১৮.৫ গড়ে রান তোলাও খুব বেশি ম্যাচ জেতায় না।’

এরপরো অবশ্য চুপ থাকেননি আকাশ। সাবেক ভারতীয় ব্যাটসম্যান অনেকটা কটাক্ষ করেই লিখেছেন, ‘একদম ঠিক, বন্ধু। এ কারণেই আমাকে কেউ আর নেয় না দলে। অন্য কিছু করে টাকা পাই আমি। আমি খুবই খুশি যে আমার পরিসংখ্যানেই তুমি যত সমস্যা দেখছ, কিন্তু আমার পর্যবেক্ষণ নিয়ে তোমার কোনো আপত্তি নেই। আইপিএলের বাকিটা ভালো কর।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »