নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রি হলেন শচীন পুত্র

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

ক্রিকেট বিশ্বে এক হাতে রাজত্ব চালিয়ে গেছেন শচীন টেন্ডুলকার। একের পর এক রেকর্ড আর ভারতকে এনে দেয়া সাফল্য। সব মিলিয়ে যেন ক্রিকেটের এক অপার শক্তি ছিলেন শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেছেন বেশ আগে। মাঠের ক্রিকেট থেকে বিদায় নিলেও ক্রিকেট থেকে কি আর বিদায় নিতে পারেন সর্বকালের সেরাদের মধ্যে থাকা শচীন। তাই নিজের পুত্র অর্জুন টেন্ডুলকারকেও শেখাচ্ছেন ক্রিকেট।

শচীনের ছেলে অর্জুন বয়স পার করছেন ১৯। তবে এরই মধ্যে বেশ কয়েক বার আলোচনায় এসেছেন। এবার নতুন করে আলোচনার জন দিলেন তিনি। ভারতের ঘরোয়া ক্রিকেটের আসর মুম্বাই লিগে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছেন তিনি।

ভিত্তি মূল্য ১ লক্ষ রুপি দিয়ে শুরু হলেও সেই মূল্য গিয়ে ঠেকে সর্বোচ্চ ৫ লক্ষতে। এই টুর্নামেন্টে ক্রিকেটাররা ৫ লক্ষ রুপির বেশি পাবেন না বলে নিয়ম বাধা ছিল আগেই। ফলে সর্বোচ্চ দামটাই পেলেন অর্জুন টেন্ডুলকার। ৫ লাখ রুপির বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে আকাশ টাইগার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »