সাজিদা জেসমিন »
অস্ট্রেলিয়ায় চলমান দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল একটি অংশ। ভয়ঙ্কর পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটাররাও এগিয়ে আসছেন সাহায্য করার জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একটি দাতব্য ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। যার অর্থ দাবানলের ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে। বিগব্যাশে প্লেয়াররা ছক্কার বিনিময়ে অতিরিক্ত অর্থ দাবি করেছেন, যা দান করা হবে পীড়িতদের জন্য।
ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা একজন স্পিনার অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। টেস্ট ক্যারিয়ারের শুরুটা হয়েছিলো ব্যাগি গ্রিন পড়ে। জীবনের খেলা ১৪৫টি টেস্ট এ-ই ক্যাপ পড়েই খেলেছেন। এবার অস্ট্রেলিয়ার দাবানলে পীড়িতদের কল্যাণে সাহায্যের লক্ষ্যে তিনি তার ‘ব্যাগি গ্রিন’ নিলামে তুলেছেন৷ নিলাম থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই তিনি অস্ট্রেলিয়ার রেডক্রস তহবিলে দান করবেন।
নিলাম শেষে সর্বোচ্চ দামে বিক্রি হবে এ-ই ক্যাপ। আর বিডার পাবেন ক্যাপের সাথে ওয়ার্নের অটোগ্রাফসহ অথেন্টিসিটি সার্টিফিকেট। নিলাম থেকে মোটা অঙ্কের অর্থ পাওয়া যাবে বলে ভাবছেন ওয়ার্ন। যার পুরোটা ব্যয় হবে দাবানলের ক্ষতিগ্রস্তদের জন্য ।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ফক্স ক্রিকেটকে শেন ওয়ার্ন বলেন- ‘এই দাবানলটি আসলেই অনেকটা ভয়ঙ্কর। আমরা যারা পুরো ধ্বংসযজ্ঞ কাছ থেকে দেখেছি এটি আমাদের সবার হৃদয়কে করুণভাবে স্পর্শ করেছে। তাদের সাহায্য করার লক্ষ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি টেস্ট ক্যারিয়ারে ব্যবহৃত ব্যাগি গ্রিন নিলামে তুলবো। এখান থেকে যা অর্থ আসবে, আমি পুরোটা রেডক্রসে দাবানল আপিলে দান করে দিবো।’
এছাড়াও,ইতিপূর্বে চ্যারিটির জন্য স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন নিলামে তোলা হয়েছিল। সেখান থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ ছিলো ৪২৫,০০০ ডলার।