নিলামে উঠছে শেন ওয়ার্ন এর টেস্ট ক্যাপ

চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ »

অস্ট্রেলিয়ার চলমান দাবানল সংকটে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু মানুষ এবং জনপদ। ক্ষতিগ্রস্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন সে দেশের কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্ন। অর্থ সংগ্রহের জন্য নিজের টেস্ট ক্যাপ নিলাম করছেন ওয়ার্ন।

শেন ওয়ার্নের টেস্ট ক্যারিয়ার জুড়ে ৭০৮ উইকেটের ব্যাগি গ্রিন ক্যাপের জন্য করা বিড ছাড়িয়ে গেছে স্বদেশী ডন ব্র্যাডম্যানের রেকর্ডকেও। ২০০৩ সালে ব্র্যানম্যান এর টেস্ট ক্যাপ বিড হয়েছিল ১৭০,০০০ ডলার। ইতোমধ্যেই এর দিগুন (৪২৫,০০০ ডলার) বিড হয়েছে শেন ওয়ার্নের।

অনলাইন নিলামটি স্থানীয় সময় শুক্রবার সকাল ১০:০০ টায় শেষ হবে। সিডনির পিক্সস নিলাম বাড়ির মাধ্যমে বিডিংটি মাত্র ১০ ​​ঘন্টার বেশি সময়ের মধ্যে ৪৫২,০০০ ডলার পার করেছে। সবচেয়ে বড় বিডটি বর্তমানে আদ্যক্ষর নামের এক সিডনী বাসিন্দার দখলে।

ওয়ার্ন গত সপ্তাহে ঘোষণা করেছিল যে, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া জুড়ে এক ধরণের ধ্বংসাত্মক আগুন ছড়িয়ে পড়ার পরে তিনি দাবানল ত্রাণ তহবিল সংগ্রহের জন্য ‘ক্যাপ’ অনুদান দিবেন। এর অংশ হিসেবে নিজের মহামূল্যবান টেস্ট ক্যাপটি নিলামে তুলছেন এই স্পিন লিজেন্ড।

উল্লেখ্য; অস্ট্রেলিয়ায় সৃষ্ট দাবানলের আগুনে পুড়েছে বিস্তীর্ণ অঞ্চল এবং ক্ষতিগ্রস্থ জনপদ, বহু মানুষ ও পশুপাখি। প্রায় ১২ মিলিয়ন একরেরও বেশি জায়গায় ছড়িয়ে পড়া আগুনে প্রায় ২,০০০ ঘর ধ্বংস হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »