নির্বাচক হিসেবে কতটা সফল নান্নু?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে ২০১৩ সালে নিয়োগ দেয়া হয় সাবেক অধিনায়ক ফারুক খানকে। নির্বাচক হিসেবে বেশ সফলতার সাথে ২ বছর দায়িত্ব পালন করার পর সেখানে রদবদল এনে নির্বাচকের আসনে বসিয়ে দেয়া হয় মিনহাজুল আবেদিন নান্নুকে। নান্নুর সাথে অবশ্য ছিলেন আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

তিন বছর ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পর এবার মেয়াদ ফুরিয়ে এলো এই দুই নির্বাচকেরও। ফলে আগামী বোর্ড সভায় নির্বাচক প্যানেলে আসতে পারে পরিবর্তন। এই দুই নির্বাচক বাংলাদেশ দলের জন্য কতটা অবদান রাখতে পেরেছেন? কিংবা সফলতার পারদ কতটা উর্ধ্বমূখি ছিল?

মিনহাজুল আবেদিন নান্নুর মতে তারা ছিলেন বেশ সফল। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ‘তিন বছর ধরে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছি। বেশ ভালোই করেছি। এইচপি ও ‘এ’ দলের সাথে কাজ করেছি। তারা এখন জাতীয় দলে খেলছে। নিয়মিত ম্যাচ খেলছে তারা।’

‘গত বছরে আমরা যে ম্যাচগুলো খেলেছি সেখানে ৫২ শতাংশ ম্যাচে জিতেছি। এটা আমদের জন্য বড় অর্জন। র‍্যাংকিংয়েও আমরা এগিয়ে আছি। লঙ্গার ভার্সনেও ভালো করেছি আমরা। আরও একবার যদি সুযোগ মিলে তাহলে আরও ভালো কিছুই করতে চাই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »