মমিনুল ইসলাম »
গতকাল ( ৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধু বিপিএলের। আগামী ১১ ই ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে মাঠের ক্রিকেট। আসন্ন বঙ্গবন্ধু বিপিএলকে সামনে রেখে প্রথম পর্বের টিকেটের নির্ধারিত মুল্য ও প্রাপ্তির স্থান প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম পর্বের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। প্রথম আট ম্যাচের টিকিট গুলো অনলাইন ও স্টেডিয়ামের বুথ থেকে পাওয়া যাবে। স্টেডিয়ামের ১ নং গেটের পাশে বসানো হবে টিকেটের বুথ সেখান থেকেই সংগ্রহ করা যাবে টিকেট। এছাড়াও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকেও সংগ্রহ করা যাবে।
আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বুথের টিকেট বিক্রি শুরু হবে। বুথের পাশাপাশি টিলেট মিলবে অনলাইনেও। সহজ ডট কম, পে পয়েন্ট ও গেজেট বাংলা থেকে মিলবে বঙ্গবন্ধু বিপিএলের টিকেট। মোট পাঁচটি ক্যাটাগরিতে মিলবে বিপিএলের টিকেট গ্র্যান্ড স্ট্যান্ড, ক্লাব হাউস, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড, দক্ষিন-উত্তর ও পূর্ব গ্যালারী।
সবচেয়ে বেশি মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের যার মূল্য ধরা হয়েছে ১ হাজার। এরপর ভিআইপি স্ট্যান্ডের দাম ধরা হয়েছে ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডের মতো ৫০০ টাকা টিকেটের মূল্য নির্ধারণ করা হয় ক্লাব হাউজেরও। উত্তর ও দক্ষিন গ্যালারীর টিকেট মূল্য ৩০০ টাকা আর সর্বশেষ পূর্ব গ্যালারীর টিকেট মূল্য ২০০ টাকা।