নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল এখন ঢাকায়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে আগামী মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট মাঠে গড়ানোর কথা।যদিও এখনো দিনক্ষণ চুড়ান্ত হয়নি।এরই মাঝে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার তিন সদস্যের পর্যবেক্ষক দল। বিকেল ৫টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে পর্যবেক্ষণে যাবেন তারা। এর পরদিন সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম পরিদর্শন করবে তারা। এই টেস্ট দুটির ভেন্যুর ব্যাপারেও আলোচনা প্রায় এক প্রকার নিশ্চিত। ধারনা করা হচ্ছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে পারে দুটি টেস্ট। প্রোটিয়া দলের এই সফরের পরই সেটি চূড়ান্ত হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »