নিউজ ডেস্ক »
আজ রাত রাত দশটাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসেছিলেন মুশফিকুর রহিম। আজকের দিনটি অন্য দিন থেকে তার কাছে একটু আলাদা কারণ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৫ বছর পূর্তির দিন ছিলো আজ। এর আগে সারপ্রাইজ আসছে বলে ঘোষণা দিয়ে রেখেছিলেন মুশফিকুর রহিম। করোনা ভাইরাসের কারণে অসহায় গরিব হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য MR-15 নামে একটি ফাউন্ডেশন গঠনের ঘোষণা দিয়েছেন।
লাইভে এসে মুশফিক বলেন, এখন এমন একটা সময় যখন আপনাদেরকে প্রতিদান দেয়ার আছে। আর তা হচ্ছে আমি আমার স্বপ্নের MR-15 ফাউন্ডেশন গঠন করার ঘোষণা দিচ্ছি।’
এর আগে অসহায় গরিবদের সাহায্যার্থে অলরাউন্ডার সাকিব আল হাসান তার নিজের নামে ফাউন্ডেশন চালু করেছেন। তারপর মাশরাফি মর্তুজা শুরু করেছেন নড়াইল এক্সপ্রেস নামে ফাউন্ডেশন। সর্বশেষ নিজের নামে ফাউন্ডেশন চালু করলেন মুশফিকুর রহিম।