নিজের সঙ্গে খেলে সময় কাটাচ্ছেন সাইফুদ্দিন

এ কে শাহেদ »

জাতীয় দল সহ ঘরোয়া ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় দলের তরুন এক প্রতিভাবান অলরাউন্ডার। ইতিমধ্যে সাইফ জাতীয় দলে ঘরোয়া ক্রিকেট এমনকি বিপিএলে ও নিজের সামর্থের প্রমাণ দিয়েছেন। কিন্তু এ বিপিএল আসরে অর্থাৎ বঙ্গবন্ধু বিপিএল খেলা হচ্ছে না এ পেস বোলার অলরাউন্ডার।

গত এক বছর ধরে পিঠের ব্যথায় ভুগছেন সাইফ। খেলছেন না কোনো ক্রিকেট ম্যাচ, ফিজিওর তত্ত্বাবধানে বিশ্রামে রয়েছেন তিনি। সাইফুদ্দিন’কে ছাড়াই ভারত সফর করে বাংলাদেশ জাতীয় দল। এখন খেলছেন না বিপিএলও, সামনে পাকিস্তান সফরও মিস করবেন এ অলরাউন্ডার। তবে নিজের সঙ্গে খেলে সময় কাটাচ্ছেন সাইফুদ্দিন।

গত বিপিএল আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতান সাইফুদ্দিন। ব্যাটে ও বলে অসাধারণ পারফর্ম করে শিরোপা জেতাতে সাহায্য করেন এ অলরাউন্ডার। যদি এ আসর খেলতে পারতেন তাহলে সাইফ’ই হতে পারতো বড় চমক প্রতিটি দলের জন্য। তবে, প্রায় বঙ্গবন্ধু বিপিএলের প্রতি ম্যাচ উপভোগ করছেন সাইফ।

বঙ্গবন্ধু বিপিএলের ম্যাচ দেখতে মাঠেই চলে আসেন সাইফ। মাঠে না আসলেও ইউটিউবে খেলা দেখেন এ অলরাউন্ডার। খেলা দেখতে বসে ম্যাচের কঠিন অবস্থাগুলোতে নিজেকে কল্পনা করেন সাইফউদ্দিন। ভাবেন ওই অবস্থায় থাকলে তিনি কি করতেন?

রবিবার সাইফউদ্দিন বলেন, ‘বিপিএল খেলছি না, তবে প্রতিটি ম্যাচ উপভোগ করি। অন্য কেউ যখন বোলিং করে তখন আমি চিন্তা করি, আমি থাকলে কি করতাম। ব্যাটিংয়ে ও তাই, ব্যাট করলে কি করতাম। এরকম আমিও আগেও খেলতাম। এটি হলো মনস্তাত্ত্বিক খেলা, মানে নিজের সঙ্গে নিজেই খেলা করা আরকি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »