নিজের ম্যাচ সেরার পুরস্কার খুশদিলকে দিলেন বাবর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০৩ রানের ইনিংস খেলেছেন বাবর আজম। কিন্তু তারপরও ম্যাচ সেরার পুরস্কার নিজে না নিয়ে খুশদিল শাহর হাতে তুলে দেন বাবর। এতে অনেকেরই হয়তো কিছুটা অবাক হয়েছেন।

মূলত বাবরকেই গতকাল পুরস্কারের জন্য মনোনিত করা হয়েছিল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচ সেরার পুরস্কার নেয়ার জন্য বাবরের নামও ঘোষণা করা হয়েছিল। তখন পাকিস্তানের অধিনায়ক এগিয়ে গিয়ে উপস্থাপককে জিজ্ঞেস করলেন, আমার পুরস্কারটা কি খুশদিলকে দিয়ে দিতে পারব?
উপস্থাপক খুশদিলকেই ম্যাচ সেরা হিসেবে মঞ্চে ডাকেন এবং শেষ পর্যন্ত বাবরের পছন্দমতো ম্যাচ সেরার পুরস্কারটা খুশদিলকে দেয়া হয়। এই মিডল অর্ডার ব্যাটার ২৩ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন।

ম্যাচ শেষে এক টুইট বার্তায় বাবর এবং খুশদিলের প্রশংসা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। তিনি লেখেন,”অসাধারণ খেলা ছিল। বাবর শতরান করে এগিয়ে যাচ্ছে এবং সে আরও একবার দেখিয়েছেন কেন সে সব সংস্করণে বিশ্বের সেরা ব্যাটার। খুশদিল দেখিয়েছে কেন তার নাম পরিবর্তন করে দিলখুশ করতে হবে! স্টেডিয়ামে আসা সকল ভক্তদের অনেক ধন্যবাদ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্যসমূহ »

  1. Shane Watson খুব সুন্দর কথা বলেছেন(আমার মনের কথা)এই মুহূর্তেJoe Root Virat Kohli stevSmith Kane Williamsons and Babar Azamযেভাবে ধারাবাহিকতার সঙ্গে ক্রিকেটের তিন ফরমেটে খেলে যাচ্ছেন তারা যেকোনrecord achieve করতে পারেন তবে সবার থেকে এগিয়েছেন জো রুট স্বভাবতই Joe Rootসম্ভাবনা বেশিSachin Tendulkar ringtoneএদেরrecord achieve করা

মন্তব্য করুন »