নিজের বোলিংয়ে খুশি শামি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত।শ্রীলঙ্কাকে মাত্র ৫৫ রানে অলআউট করে এবারের বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় রানের লজ্জা দিল ভারত। ১৮ রানে ৫ উইকেট নিয়ে একাই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন শামি। ভারতের বিধ্বংসী পেস আক্রমণের বিপক্ষে যেন কোন পথই খুঁজে পাচ্ছিল না কুশাল মেন্ডিসরা।

ম্যাচ সেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোহাম্মদ শামি বলেন, ‘আমাদের বোলিং বেশ ভালো অবস্থায় আছে এবং যে ছন্দে রয়েছি আমরা তাতে সবাই উপভোগ করছে এবং সবাই একে অন্যের সাফল্যে খুশি। সবচেয়ে আশার কথা হলো, আমরা একটা দল হিসেবে খেলছি এবং ফলাফল আপনারাই দেখছেন।’

নিজের বোলিং নিয়ে শামি বলেন, ‘আমি সবসময় চেষ্টা করি ভালো জায়গায় বল করতে এবং ছন্দে থাকতে। বড় টুর্নামেন্টে একবার ছন্দ চলে গেলে সেটা ফিরে পাওয়াটা কষ্টকর।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »