নিউজ ডেস্ক »
করোনা ভাইরাসের শুরু থেকেই অসহায় দরিদ্র কিংবা বিপাকে পড়া মানুষের সাহায্যার্থে কাজ করে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। তাঁর ঐতিহাসিক ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে বিক্রি হয়েছে ১৭ লাখ টাকায়। আর তাঁর এই ব্যাট বিক্রির অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করছেন মুশফিক। তারই ধারাবাহিকতায় এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন ক্ষুদ্র দোকানিদের পাশে দাঁড়িয়েছেন মুশফিক।
অসহায় ১৬০ দোকানদারকে মুশফিক ১৫ দিনের খাদ্য সহায়তা প্রদান করেছেন। প্রতি প্যাকেটে ১৫ কেজি চালের সঙ্গে ডাল, তেল, লবণ , পেঁয়াজ, রসুন, আলু, সাবান দেয়া হয়েছে। ইতিহাস বিভাগের অধ্যাপক এই সাহায্য কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ছিলেন। যার কারণে মুশফিকুর রহিমের মানবতা ও বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ভালবাসা সেটার ভূয়সী প্রশংসা করেন তিনি। একই সাথে মুশফিকের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ইতিহাস বিভাগের এই অধ্যাপক।
উল্লেখ্য, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করেন মুশফিকুর রহিম। তাই নিজের দায়িত্ববোধ থেকেই এই দোকানিদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
নিউজক্রিকেট/এসএস