নিজের বিশ্বকাপের জার্সি নিলামে তুলছেন আশরাফুল

নিউজ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা ক্রিকেটার বলা হয় মোহাম্মদ আশরাফুলকে। তাঁর ব্যাট থেকে এসেছে বাংলাদেশের বহু বড় বড় জয়। করোনা ভাইরাস মোকাবেলার জন্য তিনি এবার ২০০৭ বিশ্বকাপে ব্যবহৃত নিজের জার্সিটি নিলামে তুলছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় আশরাফুল এ নিলামের ঘোষণা দিয়েছেন। মূলত ২০০৭ বিশ্বকাপের জার্সিটি নিলামে তুলছেন দেশের সংস্কৃতি শিল্পী ও খেলোয়াড়দের কল্যাণে।

২০০৭ বিশ্বকাপের গ্রুপ পর্ব ও সেকেন্ড রাউন্ডে খেলা এই জার্সিতে রয়েছে তৎকালীন কোচ ডেভ হোয়াটমোর, অধিনায়ক হাবিবুল বাশারসহ দলের সকল সদস্যের অটোগ্রাফ।

আগামী ১৯ জুন ‘বাংলাদেশ আর্ট উইক ভার্চুয়াল চ্যারিটি’-নিলামের মাধ্যমে রাত ৮টার সময় নিলামে উঠানো হবে এ জার্সিটি।

আশরাফুল জানান, ‘আশা করি আপনারা সবাই এই জার্সিটি কেনার জন্য এগিয়ে আসবেন। কেননা এটার মূল্য যত বেশি হবে ততো বেশি শিল্পী, খেলোয়াড়, স্টাফদের সাহায্য করতে পারবো। তাদের জন্যই এই নিলামটা করা হচ্ছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »