নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সবচেয়ে তরুণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তরুণ হলেও তার দলের সাফল্যের পাল্লা ভারী। নিজের পারফরম্যান্সের চেয়ে দলের জন্যও বেশি উচ্ছ্বসিত হন মিরাজ।
বয়সভিত্তিক দলে নেতৃত্বর অভিজ্ঞতা ও নিজের দৃঢ় মনোবলে নিজের দলকে ঠিকই গুছিয়ে নিয়েছেন। মিরাজের কাছে গণমাধ্যমের প্রশ্ন ছিল সিনিয়র অধিনায়কদের ছাপিয়ে তার সাফল্যের রহস্য কী। এইজন্য দলের খেলোয়াড়দেরকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
মিরাজ বলেন,“ক্রিকেট খেলায় দিন শেষে যারা ভালো খেলবে, তারাই জিতবে। এখনো খেলার অনেক কিছুই বাকি আছে। আমাদের দলের সবাই ভালো ক্রিকেট খেলছে। যে বড় দলগুলো আছে, তারা যে খারাপ এমন কিছু না। অবশ্যই তারা ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে। যেহেতু চট্টগ্রামের ম্যানেজমেন্ট আমার ওপর বিশ্বাস রেখেছে, আমি চেষ্টা করব যেন অধিনায়ক হিসেবে ভালো কিছু করতে পারি এবং ম্যাচ জিততে পারি।”
জাতীয় দলে ব্যাটিং অর্ডারে শুরুর দিকে সুযোগ না পেলেও বিপিএলে সেই সুযোগ পেয়ে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। সাথে আছে সেই স্পিন ভেলকিও। পুরো প্যাকেজ মিলিয়ে বিপিএলকে উপভোগ করছেন মিরাজ।
তিনি বলেন,”এখন অধিনায়কত্ব করছি, দায়িত্ব থাকবে দল নিয়ে। ব্যাটিং, বোলিং, অধিনায়কত্ব তিনটাই উপভোগ করি। দিন শেষে আমি পারফর্ম করলাম কিন্তু দল জিতল না, এটা অধিনায়ক হিসেবে আমার ভালো লাগবে না। তবে যদি আমি গড়পড়তা পারফর্ম করার পরও দল জয় পায়, তাহলে আমার খুব ভালো লাগবে।”