নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাম্প্রতিক সময়ে টাইগারদের ফর্মটা মোটেও ভালো যাচ্ছে না। বেশ কয়েকবছর পর ঘরের মাঠে এমন হতাশাজনক পারফরম্যান্স। গত ৫ সেপ্টেম্বর নিজেদের টেস্ট ইতিহাসে আফগানদের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। নবাগত আফগানিস্তানের বিপক্ষে অভিজ্ঞ এই দলটা অর্থাৎ বাংলাদেশ লজ্জার পরাজয় বরণ করে নেয়। একমাত্র টেস্টের পর শুরু হয় বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার তিন জাতির টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টসাধ্য জয়ের পর, নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে কোনো ভাবেই হার এড়াতে পারে নি স্বাগতিক বাংলাদেশ।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের ভাষ্য, ‘টেস্ট ম্যাচটা অবশ্যই হতাশার ছিলো। কারণ আমি বিশ্বাস করি যে, আমাদের দল এরচেয়ে ভালো খেলতে পারে এবং ভালো খেলার সামর্থ্যও আমাদের মধ্যে আছে। টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর যখন নিজেদের মধ্যে কথা হলো তখন চিন্তা করলাম যে, না আমাদের শক্তভাবে ফিরতে হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচটি হেরে যাই। আমরা সব মিলে কিছুটা ব্যাক-ফুটে ছিলাম সত্যি বলতে। এরপরও সবার ভেতরে যে জয়েফ যে ইচ্ছেটা ছিলো, সেটি কাজে দিয়েছে। আমি চাই, এমন ঘটনা যেনো পুনরায় না ঘটে।’
একমাত্র টেস্টে রিয়াদের ব্যাট থেকে মোটে ১৪ রান এসেছিলো। যা একজন টেস্ট ব্যাটসম্যানের জন্য লজ্জার। যদিও তিন জাতির টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। ঘরের মাঠে এ সিরিজের হতাশা প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘এ সিরিজে সবমিলিয়ে হতাশাটায় বেশি ছিলো। আমরা আরো ভালো করতে পারতাম এবং ভালো করার সামর্থ্য আমাদের মধ্যে ছিলো। তবে সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি। আর হ্যাঁ, ফাইনালটা হওয়া উচিত ছিলো বলে আমার মনে হয়। এটা আমাদের ক্রিকেটের জন্যই ভালো হতো।’
‘এমন হতাশাজনক পারফরম্যান্স থেকে দ্রুতই ফিরে আসতে চাই। এ সিরিজের শেষ দুই ম্যাচ আমরা জিতেছিলাম। আর এই দুই ম্যাচ জিতে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আর এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে পরবর্তী সিরিজে ভালো করতে পারবো।’ – তিনি যোগ করেন।
উল্লেখ্য, নভেম্বর মাসে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ দল।