নিজের উপরই অসন্তুষ্ট তামিম

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দলের হয়ে দীর্ঘদিন হয়ে ওপেনিং পজিশনটা পাকা করে রেখেছেন তামিম ইকবাল। তকমা পেয়েছেন দেশ সেরা ওপেনারেরও। তামিম ইকবালের একজন যোগ্য সঙ্গীর অভাব রয়েছে এমন কথা অনেক দিন ধরেই প্রচলিত হয়ে আসছে। কিন্তু এখন পারফফম্যান্স বলছে ব্যর্থ তামিম নিজেই!

বাংলাদেশের ব্যাটিং লাইনআপে অন্যতম ভরসার নাম তামিম ইকবাল। কিন্তু হঠাত করেই যেন কি হয়ে গেল বাঁহাতি এই ওপেনারের। বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে খেতে পুরো আসরেই ছিলেন ব্যর্থ। মাশরাফি-সাকিবের অবর্তমানে লঙ্কানদের বিপক্ষে সিরিজে অধিনায়ক করা হয় এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে। তবে দেশের ১৪তম অধিনায়ক হিসেবে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছেন তামিম। লঙ্কানদের বিপক্ষে হোয়াইতওয়াশ হবার পর তামিম জানালেন নিজের পারফরম্যান্সের উপর নিজেই অসন্তুষ্ট তিনি।

তামিম জানান, ‘আমার পারফরম্যান্স দিয়ে সবাইকে আমি হতাশ করেছি। আমি নিজেও আমার উপর হতাশ। বিশ্বকাপের আসরেও শুরু থেকেই সবাইকে হতাশ করেছি। তবে এমন নয় যে আমি চেষ্টা করিনি। আমার সেরাটা দিয়েই চেষ্টা করেছি আমি।’

‘আমি যথেষ্ট ভালো ছিলাম না। আমাকে একটু পেছনে ফিরে যেতে হবে। দুর্বলতা দূর করে আগেরমত করে ফিরতে হবে।‘- বলেন তামিম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »