নিজেদের ফেভারিট মানতে নারাজ রোহিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রবিবার নাগপুরে তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০ খেলবে বাংলাদেশ ও ভারত। পূর্বের ২ ম্যাচে ১-১এ সমতায় রয়েছে দু’দল। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের এ-ই ম্যাচের উপর নির্ভর করছে কার হাতে উঠবে প্রত্যাশিত ট্রফি। তাই দু’দলেরই চেষ্টা থাকবে নিজেদের সেরাটা দেওয়ার। প্রথম সিরিজে বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর ২য় ম্যাচে ভারত জয়লাভ করে সিরিজে সমতা ফেরায়।

যদিও বা ভারত টি-২০তে তুলনামূলকভাবে শক্তিশালী প্রতিপক্ষ। তারপরও রোহিতের মতে ক্রিকেটে যেকোন মুহূর্তে যা কিছু ঘটতে পারে৷ আর তাই শেষ পর্যন্ত সেরাটা দিয়ে যেতে হবে। আগে থেকে নিজেদের সেরা মানতে নারাজ সে। এ ব্যাপারে তার মন্তব্য – ‘আমরা বিশ্বাস করি না যে, আমরা ফেভারিট। আমাদের আগে মাঠে নামতে হবে এবং সেরাটা খেলতে হবে। এভাবেই আপনাকে জিততে হয়, ফেভারিট ট্যাগ দিয়ে নয়। নির্দিষ্ট দিনে আপনাকে ভালো খেলতে হবে।’

বাংলাদেশ-ভারত মধ্যকার ১০টি টি-২০তে ভারত ৯টি জিতেছে। সে হিসেবে র‌্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে কয়েক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে স্বাগতিকরা। কিন্তু এরপরও রোহিত নিজেদের সেরা দাবী করতে নারাজ। রোহিত বলেন – ‘আমরা দেখেছি, বিশেষ করে টি-টোয়েন্টিতে যে দল ভালো খেলে তারাই ম্যাচ জেতে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ছিল ভালো, তারা ম্যাচটি জিতেছে। আর দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি, জিতেছি আমরা। ম্যাচের দিন প্রতিপক্ষের চেয়ে আমাদের ভালো খেলতে হবে। অতীতে কী রেকর্ড ছিল সেটা কোনও ব্যাপার নয়।’

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয়ের নায়ক রোহিত। তারপরও সে মনে করে টি-২০ তে যারা ভালো খেলে তারাই সেরা। আলাদাভাবে আগে থেকে কাউকে সেরা ভাবাটা অনুচিত। যদিও বা টি-২০তে দুই দলের লড়াইয়ে ৪৫০ রান করে শীর্ষ ব্যাটসম্যান তিনি। বাংলাদেশের বিপক্ষে এই ফরম্যাটে সর্বোচ্চ বাউন্ডারিও তার- ৩৬ চার ও ২১ ছয়। তারপরও অতি আত্নবিশ্বাসী হতে রাজি নয় সে। সে মনেপ্রাণে বিশ্বাস করে ক্রিকেটে শেষ মুহূর্ত পর্যন্ত টুইস্ট থাকে। শেষ মুহূর্তেও জেতা ম্যাচ হাতছাড়া হতে পারে।

বাংলাদেশের বিপক্ষে এমন সাফল্যের রহস্য কী প্রশ্ন করলে গণমাধ্যমকে বলেন – ‘আমি যদি বলে দেই রহস্য কী, তাহলে ওরা জেনে যাবে এবং আমাকে আটকে দেবে। আমি এটা প্রকাশ করতে চাই না। শুধু বাংলাদেশ নয়, সব প্রতিপক্ষের বিপক্ষে খেলতে ভালোবাসি আমি। এখানে আমি ক্রিকেট খেলতে এসেছি। নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারা দারুণ সম্মানের। আমি প্রত্যেক মুহূর্ত উপভোগ করছি।’

দুই দলই এখন মরিয়া হয়ে আছে সিরিজ জয়ের জন্য। তাই নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে তাক লাগাতে চান। ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেইম। যেকোন মুহূর্তে অঘটন ঘটতেই পারে। একটু অবহেলার কারণেও হাত থেকে ছিটকে যেতে পারে ম্যাচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »