নিউজ ক্রিকেটের পাশে দাঁড়ালেন জহুরুল ইসলাম ও রিশাদ হোসেন

নিউজ ডেস্ক »

“ক্রিকেটের সর্বশেষ সংবাদ প্রকাশে পাঠকের ভরসা” এমন স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম। এরপর থেকে ক্রিকেটের নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি।

দুই বছরে পদার্পণ করা জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি ইতিমধ্যেই পাঠকদের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছেন। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘ সত্য, সুন্দর, সাবলীল ও সবার আগে খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর । আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে। ‘

এবার নিউজ ক্রিকেট ২৪ এর পাশে দাঁড়িয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি ও লেগ স্পিনার রিশাদ হোসেন । গতকাল সন্ধ্যায় জহুরুল ইসলাম অমি ও রিশাদ হোসেনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন নিউজ ক্রিকেট ২৪ এর কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন। সেখানে তারা জানিয়েছেন তারা সবসময় এই পোর্টালের খোঁজ রাখেন, পাশে আছেন আর শুভ কামনা জানিয়েছেন।

জহুরুল ইসলাম অমি বলেন, ‘ আমি সবসময় নিউজ ক্রিকেট ২৪ এর খোঁজখবর রাখি । তারা অল্পদিনেই পাঠকদের আস্থা অর্জন করতে পেরেছে। আশা করি তারা অনেক দূর এগিয়ে যাবে আর তাদের জন্য শুভ কামনা রইলো । ‘

এছাড়া লেগস্পিনার রিশাদ বলেন, ‘ পোর্টালটি সবসময় ক্রিকেটের জন্য কাজ করুক আর দেশের ক্রিকেটর কল্যানে সবসময় থাকুক এমনটাই প্রত্যাশা করি। শুভ কামনা নিউজ ক্রিকেট ২৪।’

জাতীয় দলের জার্সিতে জহুরুল ইসলাম অমি খেলেছেন ৭ টেস্ট, ১৪ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি। ৭ টেস্টে অমির সংগ্রহ ৩৪৭ রান, ১৪ ওয়ানডেতে ২২.৫ গড়ে ২৭০ রান আর ৩ টি-টোয়েন্টিতে ৩১ রান। আর এদিকে অভিষেকের অপেক্ষায় লেগস্পিনার রিশাদ হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »