নিউজ ডেস্ক »
“ক্রিকেটের সর্বশেষ সংবাদ প্রকাশে পাঠকের ভরসা” এমন স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ ক্রিকেট ২৪ ডট কম। এরপর থেকে ক্রিকেটের নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি।
দুই বছরে পদার্পণ করা জনপ্রিয় এই অনলাইন পোর্টালটি ইতিমধ্যেই পাঠকদের আস্থার প্রতিক হয়ে দাঁড়িয়েছেন। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘ সত্য, সুন্দর, সাবলীল ও সবার আগে খবর প্রকাশে আমরা বদ্ধপরিকর । আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কাজ করতে। ‘
এবার নিউজ ক্রিকেট ২৪’কে নিয়ে আশার কথা জানিয়েছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। গতকাল দুপুরে সাথে মোশাররফ হোসেন রুবেলের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন নিউজ ক্রিকেট ২৪ এর কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন। সে সময় রুবেল নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।
মোশাররফ হোসেন রুবেল বলেন, ‘নিউজক্রিকেট সব সময় ক্রিকেটের সাথে কাজ করে। আমি তাদের পথচলার শুরু থেকে আছি আর তাদের দেখছি। আমি তাদের ফলো করি। সামনের দিনগুলোতেও আমি তাদের পাশে আছি গত দিন গুলোর মত। শুভ কামনা নিউজ ক্রিকেট ২৪ ডট কম।’
অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। অসুস্থতা জনিত কারণে রুবেল খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘ আপনারা ( দেশবাসী) সবাই আমার খারাপ সময়ে ( অসুস্থতার সময়) যেভাবে পাশে ছিলেন তাঁর জন্য আমি চিরকৃতজ্ঞ। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আবারও ক্রিকেট ফিরতে পারি। ‘
নিউজ ক্রিকেট ২৪ ডট কমের শুরুর সময় থেকেই পাশে ছিলেন মোশাররফ হোসেন রুবেল। নিউজ ক্রিকেট ২৪ ডট কম মোশাররফ রুবেলের সুস্থতা কামনা করে। মোশাররফ হোসেন রুবেল পুরোপুরি সুস্থ হয়ে পুনরায় মাঠে ফিরে আসেন এমনটাই আশা করে।