নিউজিল্যান্ড দলকে আইসিসি’র জরিমানা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে গতবারের ফাইনালিষ্ট নিউজিল্যান্ড। এবারও সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে সবার আগে। ইতিমধ্যে বিশ্বকাপ ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কেন উইলিয়ামসনের দল। কিন্তু ফুরফুরে মেজাজে থাকা কিউইরা পড়েছে জরিমানার কবলে।

শনিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাত্র ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। কিন্তু এই ম্যাচে মন্থর ওভার রেটের কারণে নিউজিল্যান্ডকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কেননা, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে নিউজিল্যান্ড দল।

রবিবার আইসিসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যাচ রেফারি ডেভিড বুন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে ম্যাচ ফি’র ২০ শতাংশ এবং দলের বাকি সদস্যদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

চলমান টুর্নামেন্টে কেন উইলিয়ামসনের অধীনে নিউজিল্যান্ড আবারও একই অপরাধ করলে নিষিদ্ধ হবেন কিউই অধিনায়ক। ম্যাচ শেষে রেফারির কাছে কেন উইলিয়ামসন নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »