নিউজিল্যান্ডের হ্যাটট্রিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপের ১৩তম ম্যাচে টনটনে শনিবার আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে নিউজিল্যান্ডের এটি টানা তৃতীয় জয়। ফলে ‘হ্যাটট্রিক’ জয় নিয়ে মাঠ ছেড়েছে কেন উইলিয়ামসন বাহিনী।

টস হেরে ব্যাট করতে ফার্গুসন ও জেমস নিশামের বোলিং তোপে ৪১.১ ওভারে ১৭২ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ১০৭ বল ও ৭ উইকেট হাতে রেখে কাঙ্খিত লক্ষ্যে পৌছে যায় ব্ল্যাকক্যাপসরা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটাও পাকাপোক্ত করেছে কেন উইলিয়ামসনের দল।

এদিকে টুর্নামেন্টের তৃতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারায় নিউজিল্যান্ড। আর নিজেদের দ্বিতীয় ও টুর্নামেন্টের ৯ম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ২ উইকেটের জয় পায় কিউইরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »